বালিয়া : হবু স্বামী কেন গুটকা খায় ? এই অভিযোগে বিয়ে বাতিল করে দিলেন কন্যা। সম্প্রতি এই বেনজির ঘটনার সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশের বালিয়া। যা শুনে চমকে গিয়েছে খোদ জেলা প্রশাসন।


এক সপ্তাহে পর পর দুটো ঘটনা। হবু স্বামীর খানপানে আপত্তি থাকায় বিয়ে বাতিল করে দিলেন দুই কন্যা। যোগীর রাজ্যে এই ঘটনার পরই নিন্দুকেরা বলতে শুরু করেছেন, 'যত কাণ্ড ইউপিতে'। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মনিয়ার থানার আধিকারিক শৈলেন্দ্র সিং জানান, গত ৫ জুন বিয়ের কথা ছিল মিসরৌলি গ্রামের মেয়ের সঙ্গে খেজুরি গ্রামের ছেলের। সেই অনুযায়ী সবকিছুর আয়োজনও হয়েছিল যথা সময়ে। তবে বরযাত্রীর দিনই ছন্দপতন ঘটে অনুষ্ঠানে।


হবু বরকে বরযাত্রীর সঙ্গে গুটকা খেতে দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কন্যা। নিমেষেই পছন্দের পাত্র অপছন্দের হয়ে যান। পরিবারকে মেয়ে জানিয়ে দেন, হবু স্বামী গুটকাখোর বিষয়টা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। প্রথমে এই নিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন তাঁর আত্মীয়স্বজনরা। যদিও কন্যার নাছোড়বান্দা পণে শেষে বাড়ির লোকরাও হার মানে। ভেঙে যায় বিয়ে। পরে অবশ্য পাত্রপক্ষের সব উপহার ফিরিয়ে দেন কন্যাপক্ষ। 


তবে এই প্রথম ঘটনা নয়। গত এক সপ্তাহে এই নিয়ে এরকম দুটো বিয়ে ভাঙার ঘটনা ঘটল ইউপিতে। কদিন আগেই একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। সেখানে মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন বর। যা দেখে আপত্তি জানান কন্যা। সবথেকে বড় গোল বাঁধে হবু বরের নাচ নিয়ে। বিয়ের আগেই মদ্যপ অবস্থায় কনেকে নাচের জন্য জোর করতে থাকে ছেলে। বিয়ের আগে বরের এই অবস্থা দেখে চোখ কপালে ওঠে কনের। যার ফলে অনুষ্ঠানের মণ্ডপেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।


এ ক্ষেত্রেও মেয়েকে কম বোঝানোর চেষ্টা করেননি পরিবারের লোকজন। কিন্তু মদের ঘোরে বিয়েবাড়িতে হবু জামাইয়ের তাণ্ডব সেই আশায় জল ঢালে। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ পুলিশ ডাকা হয়। পরে পুলিশের উপস্থিতিতে পণের নগদ ছাড়াও উপহার ফিরিয়ে দিতে রাজি হয় পাত্রপক্ষ। তাতেই আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায় বিয়ে।