অযোধ্যা বিমানবন্দরের নামকরণ রামের নামে, সিদ্ধান্ত যোগী সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2020 11:32 PM (IST)
এক বিবৃতিতে ওই বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকার অযোধ্যাকে গোটা দুনিয়ার সামনে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসাবে পেশ করার পরিকল্পনাও করেছে।
লখনউ: অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে রামের নামে করার প্রস্তাবে সায় দিল উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রস্তাব অনুসারে অযোধ্যা বিমানবন্দরের নতুন নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর। বৈঠকে স্থির হয়েছে, এই প্রস্তাব কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের কাছে পাঠানো হবে। এক বিবৃতিতে ওই বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকার অযোধ্যাকে গোটা দুনিয়ার সামনে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসাবে পেশ করার পরিকল্পনাও করেছে। অযোধ্য়ার পরিকাঠামো, সংরক্ষণ, পর্যটনের উন্নয়নে তারা একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাকেও নিয়োগ করেছে। ট্যুইট করে অযোধ্যা বিমানবন্দরের নামকরণ শ্রীরামের নামে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য বলেছেন, রাজ্য সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বের শীর্ষ ধর্মীয় স্থানগুলির মধ্যে তুলে আনতে দায়বদ্ধ। মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকেই লাভ জেহাদ রোধে অর্ডিন্যান্স এনেছে যোগী সরকার, যাতে বলা হয়েছে, জোর করে ভয়ে দেখিয়ে, বিয়ে করে ধর্মবদল নিষিদ্ধ হচ্ছে। একই পথে হেঁটেছে বিজেপি শাসিত আরও কয়েকটি রাজ্য।