লখনউ: পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া আসলে দানিশ নন, দীনেশ। তাঁদের মত ধর্মীয় সংখ্যালঘুদের জন্যই কেন্দ্র সংশোধিত নাগরিকত্ব আইন এনেছে। বললেন উত্তর প্রদেশের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহসিন রাজা। দানিশকে এ দেশে স্বাগত জানিয়েছেন তিনি।
মহসিন বলেছেন, কানেরিয়া হিন্দু তাই ধর্মীয় কারণে পাকিস্তানে যাতে অত্যাচারের শিকার না হতে হয়, তাই নিজের নাম দীনেশ বদলে দানিশ করেন। পাকিস্তানে তাঁদের মত যে সব ধর্মীয় সংখ্যালঘু অত্যাচারিত ও প্রতারিত হন, তাঁদের সুরক্ষার জন্যই ভারত সংশোধিত নাগরিকত্ব আইন এনেছে। তাই কানেরিয়া চাইলে এ দেশে চলে আসতে পারেন। আর এক ক্রিকেটার ইউসুফ ইওহানাকেও স্বাগত জানিয়েছেন তিনি। পাকিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা উত্তর প্রদেশ সহ গোটা দেশে স্বাগত। বলেছেন মহসিন।
শোয়েব আখতার অভিযোগ করেন, ধর্মীয় কারণে এক সময়ের নামী বোলার দানিশ কানেরিয়ার বিরুদ্ধে তাঁদের দলের জনাকয়েক ক্রিকেটারের বিদ্বেষ ছিল। তাঁর সঙ্গে এক সঙ্গে খেতেও চাইতেন না তাঁরা। দানিশ নিজেও মেনে নিয়েছেন অভিযোগের সত্যতা। একই সঙ্গে জানিয়েছেন, ধর্ম বদলানোর জন্য তাঁকে কখনও চাপ দেওয়া হয়নি।
দানিশ কানেরিয়া আসলে দীনেশ, ভারতে আসতে চাইলে স্বাগত, বললেন উত্তর প্রদেশের মন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
28 Dec 2019 09:16 AM (IST)
পাকিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা উত্তর প্রদেশ সহ গোটা দেশে স্বাগত। বলেছেন মহসিন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -