নয়াদিল্লি: বয়স হয়ে গিয়েছে বেয়াল্লিশ অথচ এখনও বিয়ে হয়নি। শরীরের যা অবস্থা, কবে হবে কেউ বলতে পারছে না। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের হরদোইয়ের বাসিন্দা অজয় দ্বিবেদী ধর্না দিয়েছিলেন এক তান্ত্রিকের কাছে। আর তাঁর পরামর্শ মেনে তিনি যা কাণ্ড করেছেন তাতে মাথায় হাত পড়েছে চিকিৎসকদের।

বিলগ্রামের অজয় মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন, ফলে বিয়ে হচ্ছিল না। ভেবে বসেন, কেউ জাদুটোনা করেছে তাঁর ওপর। সমস্যা মেটাতে এক তান্ত্রিকের দ্বারস্থ হন তিনি। তান্ত্রিক বলেন, বিয়ের ব্যবস্থা তিনি করে দেবেন তবে তাঁর কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে।

এবার ওই তান্ত্রিকের কথা শুনেই নাকি নিজের মোবাইল ফোন, তার ব্যাটারি, চাবি, ধারালো তার, গ্লাস ও নানা জিনিসপত্র কপাকপ গিলে ফেলেন তিনি।

এরপর প্রচণ্ড পেট ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা এক্স রে করে দেখেন, পেটের মধ্যে নানা ধাতব জিনিসপত্র রয়েছে। অস্ত্রোপচার করে বার করা হয় সব কিছু।

চিকিৎসকদের ধারণা, অজয়ের আত্মহত্যার প্রবণতা রয়েছে, তাই এ সব গিলে খেয়েছেন তিনি। ঠিক সময়ে অস্ত্রোপচার না হলে পরিস্থিতি ঘোরালো হতে পারত।