নয়াদিল্লি: কথায় আছে নামে কীবা আসে যায়। যদিও সেই নাম পরিবর্তনই 'কাল হল' ফেসবুকের (Facebook)। কোম্পানির নাম মেটা (Meta)রাখায় আপত্তি তুলেছে আমেরিকার এক কোম্পানি।অভিযোগ, তাদের কোম্পানি কিনতে না পেরে নাম চুরি করা হয়েছে।যার বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছে 'মেটা কোম্পানি'।


Meta Slams Facebook: শিকাগোর এই 'মেটা কোম্পানি' জানিয়েছে, শীঘ্রই ফেসবুকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তারা। কোম্পানির অভিযোগ, নামের সঙ্গে সঙ্গে কোম্পানির লোকজনের জীবনধারণের ক্ষমতাও কেড়ে নেওয়া হচ্ছে। এক বিবৃতিতে এই টেক কোম্পানির প্রতিষ্ঠাতা Nate Skulic বলেন, '' আমাদের কোম্পানি কিনতে না পেরে মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে অবশ্য আমরা অবাক হয়নি। কারণ ফেসবুক যা বলে, তা তারা করে না।'' 


Facebook Update: বিশ্বের সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক অতীত বলছে, গতমাসেই Mark Zuckerberg কোম্পানির ডেটা সুরক্ষার কথা চিন্তা করে নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। সেখানেই কোম্পানির নতুন নামকরণ হয় মেটা(Meta)। Nate Skulic দাবি করেছেন, গত কয়েক মাস ধরে মেটা কোম্পানির নাম কেনার চেষ্টা করছিলেন ফেসবুকের আইনজীবীরা। দর কম দেওয়ায় শেষপর্যন্ত সেই চুক্তি ফাইনাল হয়নি। মূলত, কোম্পানির নতুন নাম দিতে যা খরচ হবে তা দিতে চাইছিলেন না ফেসবুকের প্রতিনিধিরা। প্রথম থেকেই ক্লায়েন্ট ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেও তা প্রকাশ করেননি ওই আইনজীবীরা।


Meta On Facebook: এদের মধ্যে একটি আমেরিকার ও অন্যটি ইউরোপের ফার্ম ছিল। মেটা কোম্পানির দাবি, প্রথম থেকেই কোম্পানির ট্রেডমার্ক ও ডোমেইন কিনতে চাইছিল আমেরিকার ফার্ম। বার বার তাদের ডোমেইন রেজিস্ট্রেশন কেনার জন্য যোগাযোগ করে ইউরোপের ফার্মটি। কদিন আগেই কোম্পানির এই নাম পরিবর্তন প্রসঙ্গে জুকেরবার্গ লেখেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'বিয়ন্ড' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।'


Facebook Update: ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক(Facebook)। তারপর থেকে মার্ক জুকেরবার্গের হাত ধরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে কোম্পানি। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। যদিও এবার নয়া নামকরণে নতুন পথচলার ইঙ্গিত দিয়েছেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। 


আরও পড়ুন : WhatsApp : ফেসবুকের নতুন নাম, হোয়াটসঅ্যাপ কি নাম পাল্টাবে ?