নয়াদিল্লি: বৈধ কাগজপত্র না থাকলে ফেরত পাঠনোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল এতদিন। বৈধ ভিসা রয়েছে এমন ভারতীয়দেরও ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। বলা হয়েছে, ভিসা পেয়ে গেলেও, যে বা যাঁরা আমেরিকার আইন, অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। ভিসা পেয়ে যাওয়ার অর্থ নজরদারির বাইরে চলে যাওয়া নয় বলেও জানানো হল। (US-India Relations)
ভারতে আমেরিকার দূতাবাসের তরফে এই ঘোষণা করা হয়েছে। শনিবার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'আমেরিকার ভিসা দিয়ে দেওয়ার অর্থ মূল্যয়ন বন্ধ হয়ে যাওয়া নয়। ভিসা পেয়ে যাওয়ার পর কী করছেন, আমেরিকার আইন মেনে চলছেন কিনা, অভিবাসন বিধি অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কিনা, তার উপর নজদারি চালানো হয়। যদি না হয়, সেক্ষেত্রে ভিসা বাতিল করে (আইন লঙ্ঘনকারীদের) দেশে ফেরত পাঠাব'। (US Visa Rules)
ভারতে আমেরিকার দূতাবাসের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। এতদিন বৈধ কাগজপত্র না থাকলেও, বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে উদ্যোগী হয়েছিল আমেরিকার সরকার। কিন্তু বৈধ কাগজপত্রের অধিকারী হলেও যে নিস্তার নেই, আমেরিকার সরকার সেই বার্তা দিল বলে মনে করছেন অনেকে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের উদ্দেশে যাঁরা আমেরিকা যান, তাঁদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।
কয়েক দিন আগেই ভারতে আমেরিকার দূতাবাসের তরফে জানানো হয়, F, M, J-র মতো নন-ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে যাঁরা আমেরিকা যান, বিশেষ করে পড়ুয়া এবং এক্সচেঞ্জ ভিজিটর্স, তাঁদের নিজ নিজ সোশ্যাস মিডিয়া অ্যাকাউন্ট উন্মুক্ত রাখতে হবে, যাতে তাঁদের গতিবিধি, মতাদর্শ সম্পর্কে অবহিত হতে পারেন আমেরিকার অভিবাসন কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তথ্য়গোপন, ভুল তথ্য় লেখা নিয়েও সতর্ক করা হয়। তার জেরেও ভিসার আবেদন নাকচ করা হতে পারে, চিরকালের জন্য ভিসা পাওয়ার জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে জানায় তারা।
দেশ থেকে অভিবাসী তাড়ানোর প্রতশ্রুতি দিয়েই আমেরিকায় দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকে দফায় দফায় সামরিক বিমানে চাপিয়ে, হাত-পায়ে শিকল পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশে। বহু ভারতীয়কেও ফেরত পাঠায় আমেরিকা। হাতে-পায়ে-কোমরে তাঁদের বেড়ি পরিয়ে রাখার ছবি ও ভিডিও ঘিরে প্রশ্নের মুখে এদেশের সরকারও। আমেরিকার সঙ্গে ভারতের বোঝাপড়া কোথায় দাঁড়িয়ে, ওঠে প্রশ্ন।
সেই আবহে গত মাসেই কড়া ভাষায় বিবৃতি দেয় ভারতে আমেরিকার দূতাবাস। তারা জানায়, আমেরিকায় প্রবেশ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। তবে আমেরিকায় প্রবেশ কোনও অধিকার নয়। দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এবারও কড়া ভাষাতেই বিবৃতি দেওয়া হল তাদের তরফে।