নয়াদিল্লি: কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের হামলার পরেই জরুরি সিদ্ধান্ত উড়ান সংস্থাগুলির। দোহাগামী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর সমস্ত বিমানই বাতিল করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, কোচি থেকে দোহাগামী উড়ানের যাত্রাপথ বদল হয়েছে। ওই বিমানকে কেরলের কন্নরে ফিরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে যে, কাতারে তাঁদের সংস্থার আর কোনও উড়ান এই মুহূর্তে নেই। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছে। সংস্থার তরফে অতিথিদের জন্য, Crew সদস্যদের জন্য যাবতীয় নিরাপত্তা জনিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরদিকে , ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, তাঁদের উড়ানগুলি দেরি করতে পারে। অথবা তাঁদের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হতে পারে। যাত্রীদের বিমানের প্রতিমুহূর্তের স্ট্যাটাস চেক করতে বলা হয়েছে।
আমেরিকার এন্ট্রির পর ক্রমশ আরও ভয়ঙ্কর হচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ। এই আবহেই উৎকণ্ঠা বাড়ছে এই দুই দেশে আটকে থাকা বাসিন্দাদের পরিবারে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা রাহুল দাস আটকে পড়েছেন ইজরায়েলে। কবে ঘরে ফিরবে ছেলে, অপেক্ষায় দিন কাটছে পরিবারের।আমেরিকার মিডনাইট হ্যামারের পরেও পাল্টা প্রত্য়াঘাত চালিয়ে যাচ্ছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাচ্ছে ইজরায়েলের দিকে। আছড়ে পড়ছে ব্যালিস্টিক মিসাইল। ঘনঘন সাইরেনের শব্দ। মধ্য়প্রাচ্যে যুদ্ধ যখন ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে তখন ইজরায়েল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আতঙ্কে দু'চোখের পাতা এক করতে পারছেন না দাস পরিবার। তিরুপতির ইন্ডিয়ান ইনস্টিউট অব সায়েন্স এডুকেশন অ্য়ান্ড রিসার্চের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র রাহুল দাস।
ইজরায়েলের তেল হাভিভ থেকে কয়েক কিলোমিটার দূরে বার-ইলান ইউনির্ভাসিটি।সেখানেই ইন্টার্নশিপ করছে রাহুল। ৩ মাসের ইন্টার্নশিপ শেষ হবে ৩১ জুলাই। কিন্তু তার আগেই যুদ্ধের দামামা ইজরায়েলে। আপাতত রাহুল আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। সেই বাঙ্কারের ভিতরের ছবিটা ঠিক কীরকম? তা-ও দেখিয়েছেন তিনি। ইজরায়েলে আটকে পড়া ছাত্র রাহুল দাস বলেন, একটা বিষাক্ত কিছু হয়েও গেল, ১৫-২০ জন এখানে ভাল করে থাকতে পারবে। মাটিতে বসে হোক, দাঁড়িয়ে হোক। এদের দরজা দু তিনটে লেয়ারে ভাগ করা আছে। জানালা ৪ টা লেয়ারে ভাগ করা আছে। পরমাণু বোমা অ্য়াটাক হলেও পুরো বিল্ডিংটা ধসে গেলেও তাও এই বাঙ্কারগুলো দাঁড়িয়ে থাকবে। পরিবারের সঙ্গে যোগাযোগ বলতে ভিডিও কল।ইজরায়েলের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইরানেও আটকে বহু বাঙালি।নদিয়ার শান্তিপুর পুর এলাকা বেতাইয়ের বাসিন্দা তিন বাসিন্দা আটকে রয়েছেন ইরানে।