কলকাতা: আমেরিকার ইরান-অ্যাটাকের পর মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। ইরান-ইজরায়েল যুদ্ধের ১০ দিনে সংঘাত আরও তীব্র। ইজরায়েলে ৩০ ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। তেল আভিভ, হাইফায় এয়ারস্ট্রাইক, জেরুজালেমেও বিস্ফোরণ। ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই...More
কলকাতা: আমেরিকার ইরান-অ্যাটাকের পর মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। ইরান-ইজরায়েল যুদ্ধের ১০ দিনে সংঘাত আরও তীব্র। ইজরায়েলে ৩০ ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। তেল আভিভ, হাইফায় এয়ারস্ট্রাইক, জেরুজালেমেও বিস্ফোরণ। ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস, দাবি ইজরায়েলের। সম্পূর্ণ বন্ধ ইজরায়েলের আকাশসীমা। পশ্চিম ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের।মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্কে নদিয়ার তেহট্টর বাসিন্দারা। নির্মাণ শ্রমিকের কাজের চুক্তিতে তেহট্ট থেকে ইজরাইলে পাড়ি। রোজগারের আশায় দেশ ছেড়ে ইজরায়েলে পাড়ি তেহট্টর বেশকয়েকজনের। ইরান-ইজরালের যুদ্ধের খবর শুনে আতঙ্কিত পরিবারের সদস্যরা। খুব শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হোক, দাবি শ্রমিকদের পরিবারের সদস্যদের।অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি বেলভিউ নার্সিংহোমে। স্নায়ুর সমস্যা নিয়ে ভর্তি হাসপাতাল। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে সৌগত রায়কে। আজ করা হবে এমআরআই ও সিটি স্ক্যান।ইজরায়েলি হানায় ইরানে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল। ১০ দিন ধরে ইরানে লাগাতার হামলা ইজরায়েলের। শনিবার পর্যন্ত ৪০০-র বেশি মানুষের মৃত্যু, আহত ৩ হাজারের বেশি। মৃতদের মধ্যে ৫৪ জন মহিলা ও শিশু, দাবি ইরানের স্বাস্থ্যমন্ত্রকের।আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের। হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের । হরমুজ প্রণালি বন্ধ হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা। অপরিশোধিত তেলের দামবৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। বাহরিনে আমেরিকার যুদ্ধজাহাজে হামলার হুমকি তেহরানের । 'এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের পালা'। ইরানের সংবাদমাধ্য়মে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। জ্বালানির চাহিদা মেটাতে ৮০% অপরিশোধিত তেল আমদানি ভারতেরইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আমদানি। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় ২০%-২৫% যায় হরমুজ প্রণালী হয়ে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিতে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা।ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা, কড়া প্রতিক্রিয়া তেহরানের। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির এক্স হ্যান্ডল পোস্ট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা, রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করে ইরানের পারমাণবিক কেন্দ্র আক্রমণ করেছে। এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। রাষ্ট্রপুঞ্জের প্রত্যেক সদস্যকে এই মারাত্মক, আইন বহির্ভূত এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী। আত্মরক্ষার জন্য, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প পথ গ্রহণ করতে পারে।আমেরিকার এয়ার স্ট্রাইকের পর এবার ট্রাম্পকে হুঙ্কার ইরানের। 'আপনি শুরু করলেন, শেষটা আমরা করব'। 'এই অঞ্চলে আমেরিকার প্রত্যেক নাগরিক ও সেনা এখন টার্গেট'। সরকারি প্রচার মাধ্যমে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের