Israel-Iran Conflict Live: ইজরায়েল-ইরান যুদ্ধে এবার আমেরিকার 'এন্ট্রি', ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা

Israel-Iran Conflict Update: ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা, কড়া প্রতিক্রিয়া তেহরানের

ABP Ananda Last Updated: 22 Jun 2025 11:45 PM

প্রেক্ষাপট

কলকাতা: আমেরিকার ইরান-অ্যাটাকের পর মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। ইরান-ইজরায়েল যুদ্ধের ১০ দিনে সংঘাত আরও তীব্র। ইজরায়েলে ৩০ ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। তেল আভিভ, হাইফায় এয়ারস্ট্রাইক, জেরুজালেমেও বিস্ফোরণ। ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই...More

PM Modi : আমেরিকার হামলার পরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ৪৫ মিনিট কথা প্রধানমন্ত্রীর , কী নিয়ে আলোচনা ?

গতকালই ইরানের রাষ্ট্রদূতের তরফে এসেছিল বার্তা। গ্লোবাল সাউথের লিডার হিসাবে ভারতকে মুখ খুলতে বলেছিল ইরান। ইরানের ওপর ইজরায়েলের আক্রমণের নিন্দা করার আহ্বান জানানো হয়েছিল নয়াদিল্লিকে। যদিও ইরানের ওপর আমেরিকার সরাসরি হামলার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নিজেই সোশাল মিডিয়ায় সেই বিষয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি বলেছেন, “ইরানের প্রেসিডেন্ট @drpezeshkian এর সঙ্গে কথা বলেছি। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য আলোচনা ও কূটনীতির জন্য  আহ্বান জানিয়েছি।” সোশাল মিডিয়া হ্য়ান্ডেল  X-এ পোস্ট করে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।