অরল্যান্ডো: ফের বিমান দুর্ঘটনা আমেরিকায়। টারম্যাক থেকে রানওয়ে ছুঁতেই আগুন ধরে গেল বিমানে। দাউদাউ করে জ্বলেত দেখা গেল বিমানের একটি অংশকে। কালো ধোঁয়ায় মুহূর্তে ছেয়ে গেল চারিদিক। কোনও রকেম যাত্রীদের বের করে আনা গিয়েছে বিমানে। কিন্তু পর পর বিমান দুর্ঘটনায় আমেরিকায় উড়ান পরিষেবা নিয়েই আতঙ্ক দেখা দিয়েছে। (Delta Plane Catches Fire)

আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার, সকাল সওয়া ১১টা নাগাদ আটলান্টার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল Delta Air Lines 1213 বিমানটির। সেই মতো টারম্যাক ছেড়ে রানওয়ে ছোঁয় বিমানটি। আর তখনই বিমানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। (Plane Accident in US)

অগ্নিকাণ্ডের সময় বিমানে ২৮২ জন যাত্রী এবং ১০ জন বিমানকর্মী ছিলেন। দু’জন পাইলট ছিলেন বিমান। বিমানের দু’টি ইঞ্জিনের মধ্যে একটির টেলপাইপে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে বিমান দাঁড় করিয়ে উদ্ধারকার্য শুরু হয়। এমার্জেন্সি স্লাইডের মাধ্যমে যাত্রীদের বের করে আনা হয় বিমান থেকে। টার্মিনাল বিল্ডিংয়ে ফিরিয়ে আনা হয় তাঁদের। অন্য একটি বিমানে চাপিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে Delta Air Lines.

আগুন লাগার নেপথ্য কারণ এখনও পর্যন্ত খোলসা হয়নি। আমেরিকার Federal Aviation Authority বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। Delta-র তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গ্রাহকদের সহযোগিতা প্রশংসনীয়। এই পরিস্থিতির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাত্রীদের যত দ্রুত সম্ভব তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে Dealta-র টিম’।

২০২৫ সালের শুরু থেকে একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে আমেরিকায়। Delta-র বিমান আগেও দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেখানে। ফেব্রুয়ারি মাসে তাদের একটি বিমান উল্টে যায়, যাতে ২০ জন আহত হন। জানুয়ারি মাসে উড়ানের সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেয় Delta-র আর একটি বিমানের, যার জেরে উড়ান বাতিল করতে হয়। চলতি বছরে এখনও পর্যন্ত আমেরিকায় এই নিয়ে ৩৪টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল, তাতে মারা গিয়েছেন ১৩০ জন।