যুদ্ধ-বিধ্বস্ত গাজার জন্য তাঁর শান্তি পরিকল্পনা মেনে নিতে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে "দ্রুত সরতে" বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি "সাময়িক বোমা নিক্ষেপ বন্ধ করায়" তিনি ইজরায়েলকে ধন্যবাদ জানান। ইজরায়েলের বোমায় গাজা শহরে ১০ জন মারা গেছেন। এই পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, তিনি "দেরি" সহ্য করবেন না। তিনি হামাসকে যুদ্ধ বন্ধ করে অস্ত্র সমর্পণ করার জন্য সতর্কবার্তা পাঠান। বলেন, অন্যথা "সব বাজি ব্যর্থ হবে।" Truth Social-এ ট্রাম্প লেখেন, "পণবন্দীদের মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইজরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে সব বাজি শেষ হয়ে যাবে। আমি বিলম্ব সহ্য করব না, যা অনেকেই মনে করেন, অথবা এমন কোনও ফলাফল যেখানে গাজা আবার হুমকির মুখে পড়বে। তাড়াতাড়ি এটা করুন। সবার সঙ্গে ন্যায্য আচরণ করা হবে!"
২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতে সাড়া দেওয়ার জন্য তিন থেকে চারদিন আছে হামাসের হাতে, দিনকয়েক আগে এমনই বার্তা পাঠান ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে হামাস কর্তৃক পণবন্দীদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইজরায়েলের ধীরে ধীরে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'বাকি সকল পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা কেবল হামাসের জন্য অপেক্ষা করছে।' এর পাশাপাশি চরম সতর্কবার্তাও দেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, 'সমস্ত আরব দেশ এতে সই করেছে। মুসলিম দেশগুলি এতে সই করেছে। ইজরায়েলও এতে সই করেছে। আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি, এবং হামাস হয় তা করবে, অথবা করবে না, এবং যদি তা না হয়, তবে এর অত্যন্ত দুঃখজনক পরিণতি হতে চলেছে।'
গতকাল ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। রবিবার সন্ধে ৬টার মধ্যেই ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীকে। অন্যথা, নরক-যন্ত্রণা ভোগের হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, হামাসকে ইজরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার এবং "যে কোনওভাবে শান্তি আসবেই" এই বলে যুদ্ধবিরতি ঘোষণা করার শেষ সুযোগ দেওয়া হচ্ছে।
গাজ়ায় শান্তি ফেরানোর প্রস্তাবকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।