নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বে চর্চা চরমে। গ্রাফে যখন উদ্বেগের রেখা তির্যক, ঠিক তখনই বড় বার্তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট হোয়াইট হাউজের। আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন, একইদিনে ফের বদলে গেল সোনা-রুপোর দাম, সস্তা হল রুপো; সোনা কিনতে এখন কত খরচ হবে ?
আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কপাল পুড়ল শুধু চিনের। কারণ চিন ছাড়া বাকি সকল দেশের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। চিন ছাড়া বিশ্বের বাকি দেশগুলিতে ফিরল আপাতত স্বস্তি। যদিও চিনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আজ্ঞে হ্যাঁ, এবার চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এহেন সিদ্ধান্ত স্বস্তির নিশ্বাস ভারতেও। গত ২ এপ্রিল ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। আপাতত সেই করের বোঝা থেকে মুক্তি। কিন্তু চিন নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত ট্রাম্পের। ২ এপ্রিল চিনের উপর , ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পাল্টা চুপ বসেনি চিনও। একই হারে মার্কিন পণ্যে শুল্ক চাপিয়েছিল সেদেশও।
চিনের এই পদক্ষেপের পর ট্রাম্প জানিয়েছিলেন, যদি চিন এই শুল্ক প্রত্যাহার না করে, তাহলে মঙ্গলবারের মধ্যে চিনা পণ্যে আরও ৪০ শতাংশ শুল্ক চাপানো হবে। যেমন হুঁশিয়ারি, তেমন কাজ।এরপরেই বেজিংয়ের উপর চাপানো হয় আরও ৫০ শতাংশ শুল্ক। আগে ও পরে সবমিলিয়ে গিয়ে দাঁড়ায় ১০৪ শতাংশে।
বুধবার চিন ফের পাল্টা মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। এরপরেই চেকমেট ছুঁড়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট লেখেন, বিশ্বের বাজারগুলির প্রতি, কোন সম্মান দেখায়নি চিন। তার উপর ভিত্তি করে, চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করেছি। যা অবিলম্বে কার্যকর হবে।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)