মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, মার্কিন প্রশাসনই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে "যুদ্ধবিরতি"র মধ্যে প্রধান উৎসাহদাতা।  সংঘর্ষবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারাই। শুক্রবার আবার নিজের ঢাক নিজেই পেটালেন ট্রাম্প। বললেন এটা তাদের "বড় সাফল্য"। বললেন দুই দেশের মধ্যে শত্রুতা উদ্বেগজনক জায়গায় গিয়ে পৌঁছেছিল। 

ট্রাম্প বলেন, "আমরা যা ঘটেছে তাই নিয়ে খুব খুশি। আশা করি এটা চলবে, এবং আমি মনে করি এই সংঘর্ষ চুক্তি চলবে।  কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল .... এটি ( সংঘর্ষ বিরতি ) একটি বড় সাফল্য ! যদি আপনি দুটি দেশের মধ্যে ক্ষোভের মাত্রা দেখতেন, তাহলে তা খুব একটা ভাল জায়গায় ছিল না। " ট্রাম্প এমনটাই  বলেছেন বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা পিটিআই। 

১৬ মে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই উঠে আসে ভারত - পাকিস্তানের প্রসঙ্গ। ১০ মে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে বারবার দাবি করে চলেছেন মধ্যস্থতার কথা। এই নিয়ে সপ্তমবার। সবেই মধ্যপ্রাচ্য সফর সেরে দেশে ফিরেছেন ট্রাম্প। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সফরকালে ও  তিনি বারবার দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে "সাহায্য করেছেন" তিনিই। তিনি কাতারের আল উদেইড এয়ার বেসে বৃহস্পতিবার মার্কিন সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায়ও এ কথা দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,আমরা দু’পক্ষের মধ্যে সরাসরি আলোচনাকেই উৎসাহ দিতে চাই।  

এদিকে সংঘর্ষ বিরতির ৬ দিনের মাথায় শান্তি চেয়ে ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিল পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের কামরা বিমানঘাঁটি পরিদর্শনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে সামরিক কর্তা ও সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সেখানে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।  

আর এদিকে ভারতও  স্পষ্ট করে দিয়েছে, অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত যা হয়েছে তা ট্রেলার মাত্র। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহে গুজরাতের ভুজে বায়ুসেনা ঘাঁটিতে পরিদর্শন করে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।