নয়াদিল্লি : এক্স হ্যান্ডেলে আগ বাড়িয়ে পোস্ট করে প্রথম ঘোষণা করে দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত বরাবর তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা চায়নি। ভারতের চাপে পাকিস্তান অবশ্য এদেশ-ওদেশ, অনেকের সঙ্গেই বৈঠক করেছে। কিন্তু, বিশেষ কোনও ফল হয়নি। পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে ভারত। সীমান্তেও তাদের লাগাতার গোলাবর্ষণের জবাব দিয়েছে। পাল্টা প্রত্যাঘাতের পথে হেঁটেছে ভারত। কাজেই শঙ্কায় ছিল পাকিস্তান। এই আবহে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি। এনিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, "ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত... আমি গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা করা হয়নি, আমি এই দুই মহান জাতির সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি। তাছাড়া, আমি আপনাদের দু'জনের সঙ্গে কাজ করে দেখব যে, 'হাজার বছর পর' কাশ্মীরের ব্যাপারে কোনও সমাধানে পৌঁছানো যায় কি না।"
গতকাল বিকেল ৫.৩৩-এ প্রথম সংঘর্ষ বিরতি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক চার মিনিট পর ৫.৩৭-এ সংঘর্ষ বিরতির কথা জানান মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এর ঠিক এক মিনিট পরই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, পাকিস্তান ও ভারত সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে। বিকেল ৫ টা ৫৫-য় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। এরপর প্রায় আধঘণ্টা পর, সন্ধে ৬টা ১০-এ সংঘর্ষ বিরতির কথা পোস্ট করে জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।