ওয়াশিংটন: ইরানের কাডস ফোর্স নেতা কাসেম সুলেমানি হত্যার জেরে মারাত্মক কিছু ঘটে যেতে পারে, এহেন আশঙ্কায় বাগদাদের মার্কিন দূতাবাসের তরফে আমেরিকার নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হল।
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ইরাক ও গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের ২০২০র ভ্রমণ সংক্রান্ত অ্যাডভাইসরি মাথায় রেখে এখনই ইরাক ছাড়ার আবেদন করা হচ্ছে। মার্কিন নাগরিকরা সম্ভব হলে বিমানে চেপে বেরিয়ে যান, আর না পারলে সড়ক পথে অন্য দেশে যান।
ইরানের কাডস বাহিনীর নেতা ও ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস মার্কিন বিমান হামলায় প্রাণ হারানোর কয়েক ঘন্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেয় বাগদাদের দূতাবাস। ইরানের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের অন্যতম সুলেমানি আমেরিকা ও তার সঙ্গীসাথীদের প্রবল শত্রু বলেই পরিচিত ছিলেন।
বাগদাদ বিমানবন্দরের কাছে ওই মার্কিন বিমান হামলাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তাঁর দেশ এর ‘বদলা নেবে’ বলে হুঙ্কার দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রাওহানি। ‘আমেরিকার বাড়াবাড়ি প্রতিরোধের রাস্তা বহাল থাকবে’ বলেও জানিয়েছেন তিনি।
ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোর তাদের কাডস বাহিনীর বৈদেশিক কাজকর্ম সংক্রান্ত কমান্ডারের মার্কিন বাহিনীর অভিযানে নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে। বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জরিফ ‘বিপজ্জনক উত্তেজনাবৃদ্ধি’ বলে এর নিন্দা করেন।
এদিকে সুলেমানি হত্যার পর সব পক্ষ, বিশেষত আমেরিকাকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে তারা আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগের বিরোধী বলে ঘোষণা করেছে চিন।
সুলেমানি হত্যার জের, মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরাক ছাড়তে’ বলল বাগদাদের আমেরিকান দূতাবাস
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jan 2020 05:40 PM (IST)
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ইরাক ও গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের ২০২০র ভ্রমণ সংক্রান্ত অ্যাডভাইসরি মাথায় রেখে এখনই ইরাক ছাড়ার আবেদন করা হচ্ছে। মার্কিন নাগরিকরা সম্ভব হলে বিমানে চেপে বেরিয়ে যান, আর না পারলে সড়ক পথে অন্য দেশে যান।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -