নয়া দিল্লি: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাণ গেল ৮ ও ১০ বছরের দুই পড়ুয়ার। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম আরও ১৭ জন, এদের, মধ্যে ১৪ জনই শিশু। জখমদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

গতকাল মিনিয়াপোলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চলে। হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান। এর পরে ওই বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে। এই ঘটনাকে ক্যাথলিক-বিদ্বেষ এবং ঘরোয়া সন্ত্রাস বলে দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI-এর ডিরেক্টর কাশ প্যাটেল।                                                                             

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘মিনেসোটার মিনিয়াপলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। এফবিআই সক্রিয় হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস এই ভয়াবহ পরিস্থিতির উপর নজর রাখছে।’’ 

মিনেয়াপোলিস কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে জানিয়েছে যে, বর্তমানে বিপদ কেটে গিয়েছে। অন্যদিকে, মিনেয়াপোলিস পুলিশ প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন যে, কয়েকজন আহত শিশুর অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, তারা ৫০টির বেশি গুলির শব্দ শুনেছে। কর্তৃপক্ষের মতে, গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে চত্বরে অবস্থিত এনানসিয়েশন চার্চে, যেখানে একটি গ্রামার স্কুলও চালু আছে।

পুলিশ জানায়, ওই বন্দুকধারী কালো পোশাকে ছিলেন। তাঁর হাতে ছিল একটি রাইফেল। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর দুই দিন পর এ ঘটনা ঘটল। এ স্কুলে প্রি–স্কুল থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিনোপলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত।’ তিনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটার সময় শিশুরা প্রার্থনা করছিল। যদিও তিনি নিহতদের সংখ্যা উল্লেখ করেননি, তবে ফ্রে বলেছেন যে ‘শিশুরা মারা গিয়েছে’।

অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের বেসরকারি এই প্রাথমিক স্কুলে ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে।