অযোধ্যা : আরও একবার বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যার দীপোৎসব । দীপাবলি উদযাপনে এবার ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। উৎসবের সপ্তম সংস্করণে সরযূ নদীর তীরে বিশাল এই আয়োজন করা হয়। ২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান। নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর শহরকে বিশ্ব রেকর্ডের মর্যাদা দেন। তখনই অযোধ্যাজুড়ে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে।
দীপোৎসবে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "যখনই দীপোৎসবের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন মনে হয়েছিল প্রত্যেকের যেন একটাই ইচ্ছা, রাম মন্দির নির্মাণ।" গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র গ্রহণ করে অযোধ্যা এবং এখানকার সব মানুষকে উষ্ণ অভিবাদন জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি যখন উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে, অযোধ্যায় সেবার ১.৭১ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। তার পর থেকেই এ রাজ্যে দীপোৎসব অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে। ২০১৮ সালে ৩.০১ লক্ষ প্রদীপ, ২০১৯ সালে ৪.০৪ প্রদীপ, ২০২০ সালে ৬.০৬ লক্ষ, ২০২১ সালে ৯.৪১ লক্ষ এবং ২০২২ সালে ১৫.৭৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা প্রদীপ জ্বালিয়ে সরযূর তীরে প্রার্থনায় শামিল হন। এর পাশাপাশি ৫৪ টি দেশের প্রতিনিধিরা অযোধ্যার সপ্তম দীপোৎসবে যোগ দেন। ১০০টির বেশি দেশে যার সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। ২১টি রাজ্যের শিল্পী, ১১টি ট্যাবলো, রাশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও নেপাল থেকে রামলীলার পারফরম্যান্স ও ভারতের ২৫০০ শিল্পীর প্রতিভায় আলোকিত হয়ে ওঠে গোটা অযোধ্যা।
উল্লেখ্য, প্রভু রামের জন্মস্থান হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যা। প্রতি বছর যোগী আদিত্যানাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করে। সরযূ নদীর তীরে সেই উৎসব ঘিরে এক অপরূপ মোহময়ী পরিবেশ তৈরি হয়। এবারও যার অন্যথা হয়নি। আরও উৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা।