কলকাতা: ইডেনে (Eden Gardens) শনিবার শুধু সেমিফাইনালের স্বপ্নভঙ্গই হল না পাকিস্তানের, ধাওয়া করল এক লজ্জার রেকর্ডও। অবশ্য দল হিসাবে নয়, ব্যক্তিগতভাবে হ্যারিস রউফের (Haris Rauf)।


একটি বিশ্বকাপে (ODI World Cup) সবচেয়ে বেশি রান খরচ করা বোলার হলেন হ্যারিস রউফ। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ধরে চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৫৩৩ রান খরচ করলেন পাক পেসার। এর আগে একটি বিশ্বকাপে এত রান খরচ করেননি কেউই।


শনিবার নিজের ১০ ওভারে ৬৪ রান খরচ করে তিন উইকেট নেন রউফ। তিনি পেরিয়ে গেলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদকে। ২০১৯ বিশ্বকাপে ১১ ম্যাচে ৫২৬ রান খরচ করেছিলেন ইংরেজ স্পিনার। তফাত বলতে, তার পরেও রশিদের সান্ত্বনা ছিল যে, তাঁর দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। রউফকে নিজের হতশ্রী রেকর্ডের পাশাপাশি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার যন্ত্রণাও হজম করতে হল।


চলতি বিশ্বকাপে ১৫ উইকেট নিয়েছেন রউফ। কিন্তু ওভার প্রতি প্রায় সাত রান করে (৬.৭৪) খরচ করেছেন। কোনও একটি বিশ্বকাপে ৫০০ বা তার বেশি রান খরচ করা চতুর্থ বোলার হলেন রউফ। চলতি বিশ্বকাপেই ৯ ম্যাচে ৫২৫ রান খরচ করেছেন শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা। তাঁর রেকর্ডও ছাপিয়ে গেলেন রউফ।


একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হজম করার সেরা পাঁচ নজির


হ্যারিস রউফ (পাকিস্তান) - ৯ ম্যাচে ৫৩৩ রান (২০২৩)


আদিল রশিদ (ইংল্যান্ড) - ১১ ম্যাচে ৫২৬ রান (২০১৯)


দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা) - ৯ ম্যাচে ৫২৫ রান (২০২৩)


মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) - ১০ ম্যাচে ৫০২ রান (২০১৯)


মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) - ৮ ম্যাচে ৪৮৪ রান (২০১৯)


অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে। ইডেনে (Eden Gardens) ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা (Babar Azam)। রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।


পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজ়িল্যান্ড।


আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial