সাহরানপুর: ফুলশয্যার রাতে স্বামীর কাছে আবদার জানিয়েছিলেন। সেই নিয়ে হুলস্থুল কাণ্ড উত্তরপ্রদেশে। নববধূর উপর এমন চটলেন শ্বশুরবাড়ির লোকজন যে রাতবিরেতে পুলিশ ডেকে আনলেন। আর তার পর যা ঘটল, কেউ কল্পনাও করতে পারেননি। নববধূর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শ্বশুরবাড়ির লোকজন। সেই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে আশাপাশের এলেকাতেও। (Viral News)
উত্তরপ্রদেশের সাহরানপুরের ঘটনা। জানা গিয়েছে, ফুলশয্যার রাতে 'মুহ দিখাই' ছিল নববধূর। সেই সময় স্বামীর কাছে বিয়ার, গাঁজা এবং পাঁঠার মাংসের আবদার জানান তিনি। স্ত্রীর আবদারে হতচকিত হয়ে পড়েন স্বামী। তবে স্ত্রীর আবদার মেটানোর চেষ্টা করেন তিনি। বিয়ার জোগাড় করে আনেন স্ত্রীর জন্য। কিন্তু বাকি আবদারগুলি মেটাতে গিয়ে ধাক্কা খান। (Uttar Pradesh News)
কী করা উচিত বুঝতে না পেরে, বাড়ির লোকজনকে গোটা বিষয়টি জানান ওই যুবক। নববধূ ফুলশয্যার রাতে এমন আবদার করেছেন জেনে শ্বশুরবাড়ির লোক খাপ্পা হয়ে ওঠেন। কোনও রকম আলাপ-আলোচনায় না গিয়ে সরাসরি পুলিশে খবর দেন তাঁরা। ডাক পড়ে থানায়।
এর পর স্থানীয় থানায় হাজির হন দু'পক্ষের সকলেই, ছেলের এবং মেয়ের বাড়ির লোকজন। সেখানে পুলিশের তরফে মধ্যস্থতার চেষ্টা করা হয়। কিন্তু তাতে মিটমাট হওয়ার পরিবর্তে, পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। দুই তরফে পরস্পরের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়। ছেলের পরিবার দাবি করে, মেয়েটি না কি তৃতীয় লিঙ্গের নাগরিক। এই অভিযোগ ঘিরে হুলস্থুল বাধে।
পুলিশ দু'পক্ষকে শান্ত করতে চাইলেও, লাভ হয়নি। অভিযোগ, অনুযোগ বাড়তেই থাকে। যদিও কোনও পক্ষই লিখিত ভাবে কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশের তরফে দুই পক্ষকে আলোচনায় বসতে বলা হয়। বলা হয় মিটমাট করে নিতে। এর পর থানা থেকে বেরিয়ে যান ছেলে ও মেয়ের বাড়ির লোকজন। নিজেদের মতো করেই বিষয়টি মেটানো হবে বলে জানান তাঁরা। কিন্তু বিষয়টি চাপা থাকেনি। ফুলশয্যার রাতেই নবদম্পতির জীবন এমন মোড় নিতে পারে বলে কল্পনাও করতে পারছেন না কেউ।
এই ঘটনায় দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। একান্তে স্বামীর কাছে স্ত্রী যদি কিছুর আবদার জানান, সেক্ষেত্রে পুলিশ ডাকাডাকি কেন, প্রশ্ন তুলেছেন অনেকে। আবার স্বামীর ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন অনেকে। নিজেদের গোপন কথা বাড়ির সকলকে তিনি কেন জানাতে গেলেন, উঠছে প্রশ্ন। নববধূর বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের নাগরিক হওয়ার যে অভিযোগ করেছে ছেলের পরিবার, তা অত্যন্ত গুরুতর বলে মনে করছেন সকলে। কী থেকে এমন গুরুতর অভিযোগ তোলা হল, তা কেন খোলসা হল না, প্রশ্ন তুলেছেন অনেকেই।