কলকাতা: বৃষ্টির পরেও তাপমাত্রা সামান্য নামলেও আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ রবিবার ও শুক্রবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।   গভীর নিম্নচাপ সমুদ্রেই ক্রমশ শক্তি হারাবে। খুব ধীরে এটি শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। আজ রবিবার ২২ ডিসেম্বর এবং শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা।  জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে।  ঘূর্ণাবর্ত থাকবে আসাম, বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। তবে তারপর ফের বাড়তে পারে তাপমাত্রা। অন্যদিকে বড়দিন এবং বর্ষ শেষের দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।                                                                                             

আরও পড়ুন, কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ, বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব, গ্রেফতার ১

অন্যদিকে, উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার  সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। দার্জিলিঙে আজও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে উত্তরবঙ্গের পাঁচ জেলা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত ভাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে