লখনৌ : উত্তরপ্রদেশের রাজনীতিতে একে অপরের কঠিন প্রতিপক্ষ। তাই আক্রমণ-প্রতি আক্রমণ চলতেই থাকে। এবার ব্যক্তিগত-প্রসঙ্গ তুলে অখিলেশ যাদবকে (Akhilesh Yada) বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বললেন, 'উনি নিজের বাবা তথা বর্ষীয়ান রাজনীতিক মুলায়ম সিং যাদবকেই সম্মান জানাতে পারেননি।' রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (Budget Session) চলছে। সেখানে বক্তব্য রাখতে উঠেই অখিলেশকে আক্রমণ করলেন যোগী।
যোগী বললেন, "বলা হয় যে, ছেলেরাই ভুল করে থাকে। আমি অবাক হয়ে যাই, যখন ওরা গণতন্ত্রের কথা বলে। ওরা রাজ্যে নিরাপত্তার কথা বলে।" এরপরই সমাজবাী পার্টির প্রধানকে নিশানা করে তিনি বলেন, "লজ্জা তো আপনার হওয়া উচিত। কারণ, আপনি নিজের বাবাকে সম্মান জানাতে পারেননি। " প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সমাজবাদী পার্টির ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে এই খবর জানান মুলায়ম পুত্র অখিলেশ যাদব। তিনি লেখেন ,' আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই - শ্রী অখিলেশ যাদব ' ।
অখিলেশকে একহাত নেওয়ার পাশাপাশি বিরোধীদের একযোগ নিশানা করে মুখ্যমন্ত্রী যোগী বলেন, "উত্তরপ্রদেশকে 'রোগী রাজ্য' বলতে গর্ব বোধ করে ওরা। রাজ্যকে নিয়ে ওদের অভিপ্রায় এতেই পরিষ্কার হয়ে গেছে। ওরা যখন সরকারে ছিল, তখন রাজ্যের জন্য কিছু করতে পারেনি। কিন্তু, যখন ডবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে কাজ করে চলেছে, মানুষের উপকার করছে, তখন ওরা হতাশ।"
উঠে আসে প্রয়াগরাজ ঘটনার কথাও। যেখানে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডে একাধিকজনের গুলি চালানোর অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'জিরো টলারেন্স নীতি নিয়ে ঘটনাটি দেখছে সরকার।' এর পরেই তিনি আতিক আহমেদকে সাংসদ করায় সমাজবাদী পার্টিকে একহাত নেন। প্রসঙ্গত, ২০০৫ সালে বিসএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের মূল প্রত্যক্ষদর্শীকে গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে প্রয়াগরাজে গুলি করে খুন করা হয়।
যোগী বলেন, "ওই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারা কি সমাজবাদী পার্টির ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠেনি ? সপা কি ওঁকে সাংসদ বানায়নি ? এই মাফিয়াদের আমরা ছাড়ব না। যে-ই মাফিয়া হোক না কেন, রাজ্যে আমরা মাফিয়ারাজ চলতে দেব না।"