ঝাঁসি : করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক জরুরি। একথা সব বিশেষজ্ঞই বলছেন। মাস্ক পরতে, সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। চলছে পুলিশি ধরপাকড়। নেওয়া হচ্ছে জরিমানাও। তবু সচেতনতা নেই অনেকের। ডোন্ট কেয়ার গোছের মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
জরিমানা নেওয়ার কথা ঘোষণা হয়েছিল আগেই। এবার মাস্ক না পরায় এক চিকিৎসককেই জরিমানা করা হল। অঙ্কটাও নেহাত কম নয়। দশ হাজার টাকা। ঘটনা ঝাঁসির নারিয়া বাজার এলাকার।
মঙ্গলবার সন্ধেয় অন্যান্য দিনের মতোই রুটিন নজরদারি চালাচ্ছিল পুলিশ। তখনই নজরে আসে বিষয়টি। নারিয়া বাজার এলাকার একটি ছোট্ট চেম্বারে রোগী দেখছিলেন তিনি। স্থানীয় কোতওয়ালির পুলিশ দশহাজার টাকার চালান ধরায় তাঁকে। রোগীদেরও অনেককেই মাস্ক ছাড়়া দেখা যায়।
কোতওয়ালির অফিসার দেবেশ কুমার সংবাদমাধ্যমকে জানান, এর আগেও তিনি ওই চিকিৎসককে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি শোনেননি। চিকিৎসক হিসেবে সবার আগে তাঁর নিয়ম অনুসরণ করা উচিত। কিন্তু তিনি তা করেননি। তাই তাঁকে সর্বোচ্চ দশহাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দেশের মতোই লাফিয়ে সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে সংক্রমিত হয়েছেন চৌত্রিশ হাজার তিনশো ঊনআশি জন। মৃত্যু হয়েছে একশো পঁচানব্বই জনের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে উত্তরপ্রদেশে মোট মৃতের সংখ্যা দশ হাজার পাঁচশো একচল্লিশ। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। চব্বিশে এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম। রাত আটটা থেকে শুরু করে সোমবার সকাল সাতটা পর্যন্ত চলবে লকডাউন।
এছাড়াও যেসব জেলায় পাঁচশোর বেশি কোভিড আক্রান্ত রয়েছেন, সেখানে প্রত্যেকদিন নাইট কার্ফু লাগু থাকবে। রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলবে কার্ফু। তবে সবক্ষেত্রেই অতি আবশ্যক পণ্য় পরিষেবা চালু থাকবে।
উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান সংক্রমণ ও তার জেরে রোগীদের হয়রানির অভিযোগ উঠছে বিস্তর। অভিযোগ উঠছে বেহাল স্বাস্থ্য পরিকাঠামো এবং অক্সিজেনের আকালের। যোগী আদিত্যনাথ সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা। সরকারকে অমানবিক বলে আক্রমণ করেছেন তিনি।