কলকাতা: পেশা থেকে শুরু করে রাজনৈতিক মতামত, সবই আলাদা তাঁদের। কিন্তু তারপরেও রয়েছে রাজনৈতিক সৌজন্যবোধ। মানুষ হিসাবে একে অপরের প্রতি সহমর্মিতা। কোভিড আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন শ্রীলেখা মিত্র। অভিনয়ের পাশাপাশি যিনি বাম সমর্থক বলে পরিচিত।
পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসা হয়। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এরপর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। হাসপাতালে কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আজ একটি বিবৃতি দিয়ে মদন মিত্র তাঁর দলীয় সমর্থক, অনুগামী ও যাঁরা তাঁর সুস্থতা কামনা তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে গত ৭ দিন তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মদন মিত্রের অসুস্থতার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন শ্রীলেখা মিত্র। একটি পোস্ট করে তিনি লেখেন, 'মদনদা সেরে উঠুন। খেলতে হবে আরও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবুও চাইব সেরে উঠুন।' এর আগে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার মদন মিত্রকে কটাক্ষ করেছেন শ্রীলেখা। কিন্তু অসুস্থতার খবর পাওয়ার পর সৌজন্যের পথই বেছে নিলেন বাম সমর্থক এই অভিনেত্রী।
নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ঘুরে, রোদে পুড়ে প্রচার করেছেন শ্রীলেখা। মিনাক্ষী থেকে দিপ্সীতা, জোট প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সভা করেছিলেন তিনি। অসুস্থও হয়ে পড়েছিলেন কিছুদিন আগে। বাতিল রাখতে হয়েছিল কিছু সভাও। অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন তিনি কোভিড আক্রান্ত কিনা তা জানতে। তবে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেই জল্পনা উড়িয়েছিলেন শ্রীলেখা মিত্র। জানিয়েছিলেন কাজের চাপেই সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।