নয়া দিল্লি : উত্তরপ্রদেশের জেওয়র এলাকায় টয় পার্কের জন্য ৪০০-র বেশি কোটি টাকার বিনিয়োগের অনুমোদন। সরকারি আধিকারিকদের সূত্রে খবর, টয় পার্কের ওই এলাকায় ১৩৪টি কোম্পানি তাদের প্ল্যান্ট তৈরিতে রাজি রয়েছে। প্রসঙ্গত, সামনেই জেওয়র এলাকায় বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হচ্ছে। তাই উত্তরপ্রদেশ সরকারে সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব দিয়েছে।


খেলনা উৎপাদনকারী একাধিক সংস্থার সঙ্গে এই মর্মে বৈঠক হয়। জমিও বণ্টনের অনুমোদন পাওয়া গেছে। যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের সূত্রে খবর, এই প্রকল্পে স্থায়ী চাকরি হবে ৬ হাজার ১৫৭ জনের। 


এখানে যেসব সংস্থা বিনিয়োগ করবে, সেগুলি হল- ফান জু টয়েজ ইন্ডিয়া, ফান রাইড টয়েজ এলএলপি, সুপার সু'জ, আয়ূষ টয় মার্কেটিং, সানলর্ড অ্যাপারেলস, ভারত প্লাস্টিকস, জয় শ্রী কৃষ্ণ, গণপতি ক্রিয়েশনস ও আরআরএস ট্রেডার্স। আধিকারিকদের সূত্রে খবর, চিনের জিনিসের বিকল্প ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছে সরকার। উল্লেখ্য, ভারতের বাজারে একটা বড় অংশজুড়ে রয়েছে চিনের তৈরি খেলনা। যার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। কম দামে রকমারি বিভিন্ন খেলনা সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। এই পরিস্থিতিতে চিনের তৈরি খেলনার মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এর জেরে আত্মনির্ভরতাও বাড়বে।


এই টয় পার্কে ইলেকট্রনিক, প্লাস্টিক, সিলিকন ও স্টাফড টয় তৈরি করা হবে। এছাড়া স্থানীয় যেসব শিল্পী কাঠের খেলনা তৈরি করেন তাঁদের উৎসাহ দেওয়া হবে। এই পার্কটি ১০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে। 


এর পাশাপাশি উৎপাদিত খেলার প্রদর্শনী ও বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত আরও পাঁচ একর জায়গা সংশ্লিষ্ট সংস্থাগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। এই এলাকার মধ্য়ে শিশুদের জন্য একটি পার্ক তৈরির পরিকল্পনা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। যার জেরে আরও বেশি ক্রেতা আসবেন বলে আশা করা হচ্ছে। এখানকার প্লটকে আয়তনের উপর ভিত্তি করে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ প্লট রয়েছে ৪ হাজার বর্গমিটার পর্যন্ত।