বাহরাইচ (উত্তরপ্রদেশ) : মারাত্মক ! ভয়ঙ্কর ! লক্ষ্য ছিল, উচ্চমানের রিল তৈরি করার । যাতে পোস্টে আরও বেশি লাইক পাওয়া যায়। কিন্তু, সেই লক্ষ্য পূরণে প্রয়োজন ছিল ভালো ফোনের। তা তো নেই ! তাই, ভালো আই ফোন চুরি করতে গিয়ে এক যুবককে গলা কেটে খুন করার অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে। শুধু গলা কেটেই শান্ত হয়নি তারা, মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে তাঁর মাথাও থেঁতলেও দেওয়া হয়। দুই অভিযুক্তকেই ধরেছে পুলিশ। তদন্ত চলছে। মৃতের নাম শাদাব (১৯) । তিনি বেঙ্গালুরুতে থাকতেন। মামার বিয়েতে বাহরাইচের নাগৌরে নিজের পৈতৃক গ্রামে এসেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ প্রসাদ কুশওয়া জানিয়েছেন, ২০ জুন রাতে ঘটনাটি ঘটে। তিনি বলেন, "২১ জুন শাদাবের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় এবং সেদিনই গ্রামের বাইরে একটি পেয়ারা বাগানের একটি জীর্ণ নলকূপের কাছে তাঁর মৃতদেহ পাওয়া যায়। শাদাবের গলা ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তাঁর মাথা ইট দিয়ে আঘাত করা হয়েছিল।"
তদন্তের ভিত্তিতে ১৪ ও ১৬ বছরের দুই নাবালককে পুলিশ শনিবার গ্রেফতার করে। পুলিশ আধিকারিক বলেন, "জিজ্ঞাসাবাদের সময়, দুই কিশোর অপরাধের কথা স্বীকার করে নিয়ে বলেছে যে আরও ভালো রিল তৈরির জন্য তাদের একটি উচ্চমানের মোবাইল ফোনের প্রয়োজন ছিল। তারা চার দিন আগে খুনের পরিকল্পনা করার কথা স্বীকার করেছে, বিশেষ করে শাদাবের আইফোনকে লক্ষ্য করে। ঘটনার রাতে তারা শাদাবকে রিল তৈরির অজুহাতে গ্রামের বাইরে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাঁকে আক্রমণ করে, তাঁর গলা কেটে ফেলে এবং তারপর ইট দিয়ে মাথা থেঁতলে দেয়।"
পুলিশ শাদাবের আইফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ইট উদ্ধার করেছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১০৩(১) (হত্যা) এবং ২৩৮ (প্রমাণ গোপন) এর অধীনে দুই নাবালক অভিযুক্ত এবং তাদের পরিবারের সদস্য সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহের হদিশ মেলার পর নাবালক এবং তাদের পরিবারের সদস্যরা প্রথমে তাদের বাড়ি থেকে পালিয়ে গেলেও, পরে দুই কিশোরকেই ধরা হয়। অভিযুক্তের এক আত্মীয়, যিনি অস্ত্র লুকাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ, তাকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। চতুর্থ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেহাতের এসএইচও নিশ্চিত করেছেন, দুই কিশোরকেই গোন্ডার বিভাগীয় কিশোর সংস্কার হোমে পাঠানো হয়েছে।