নয়া দিল্লি: টানা বৃষ্টিতে জেরবার উত্তরাখণ্ড (Uttarakhand)। সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমশ। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বুধবার একথা জানিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে যাত্রীদের রেখে দেওয়া হয়। 


বৃষ্টির কারণে ৪টি রাজ্য সড়ক এবং ১০টি জাতীয় সড়ক ধ্বংসাবশেষের কারণে বন্ধ রয়েছে। ভারী বর্ষণের কারণে মন্দাকিনী ও অলকানন্দা নদীতে বিপদসীমার ওপরে বইছে জল।  


মৌসম ভবনের তরফে বলা হয়, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হতে পারে আরও। ১২ জুলাই সেখানে একটি কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে এই অঞ্চলে মৌসম ভবনের ভারী বৃষ্টিপাতের সতর্কতার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।


কেদারযাত্রা বন্ধের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি বলেছেন, "প্রতি বছর বর্ষাকালে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয় এবং নদীগুলির জলস্তর বৃদ্ধি পায়। তাই আগাম জেলা প্রশাসনের আধিকারিকদের এবং বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে নির্দেশ দেওয়ায় হয়েছে। তাদের সকলকে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং পিডব্লিউডি বিভাগ সদাসতর্ক  রয়েছে।" 


আরও পড়ুন, এই জ্যোতির্লিঙ্গ দর্শনে জীবনের সব দুর্ভোগ কাটে! দেশের বিখ্যাত মন্দিরের টানেই ছুটে যান ভক্তরা


এদিকে এর মধ্যেই উত্তরাখণ্ডের গাংনানির কাছে গঙ্গোত্রী জাতীয় সড়কে ধ্বংসাবশেষ পড়ে চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছে।


৬ মাস বন্ধ থাকার পর এপ্রিলেই খুলেছিল কেদার-দ্বার। তবে সেই সময়ও তুষারপাতের প্রাবল্যের জেরে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তবে চারধাম যাত্রার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে তীর্থযাত্রা চলবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  


অন্যদিকে, টানা বৃষ্টিতে অমরথা যাত্রা বাতিলের পর মঙ্গলবার ফের শুরু হয়েছে যাত্রা। জম্মুতে প্রায় ৬ হাজারের বেশি দর্শনার্থীরা আটকে ছিল।  সংবাদসংস্থা পিটিআইকে এক সিনিয়র আধিকারিক জানিয়েছিলেন, জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে জম্মু থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল। তবে আবহাওয়ার উন্নতির পর ফের যাত্রা শুরু করেছেন তীর্থযাত্রীরা।