নয়াদিল্লি: তরুণী খুনে চাঞ্চল্যকর নতুন তথ্য। ডুবে মৃত্যু হয়েছিল ১৯ বছরের রিসেপশনিস্টের, দাবি ময়নাতদন্তের খসড়া রিপোর্টে। আরও জানা যাচ্ছে, ভোঁতা কোনও অস্ত্রের আঘাতেই সম্ভবত প্রাণ গিয়েছিল তাঁর। উত্তরাখণ্ডের ওই ঘটনায় এর মধ্যেই এক বর্ষীয়ান বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।


কী ঘটেছিল?
ধৃতের নাম পুলকিত আর্য। বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিতকে গত কাল হৃষিকেশ থেকে গ্রেফতার করা হয়। হৃষিকেশেরই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ময়নাতদন্ত হয়েছে ওই তরুণীর। প্রাথমিক ভাবে সেই রিপোর্টেই দু-দুটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন ১৯ বছরের তরুণী। এ নিয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন পুলকিত নিজেই। পাশাপাশি নিখোঁজ ডায়েরি করেন তরুণীর পরিবারও। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, পুলকিত ও তাঁর দুই কর্মচারী মিলেই খুন করেছেন তরুণীকে। নিহত যে হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন, সেটিও অভিযুক্তের। খবর ছড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। হোটেলের কাচের জানলা ভাঙচুর করা হয়, চত্বরের ভিতরে থাকা আচারের কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে আকাশ মেঘলা থাকায় আগুন ততটা ছড়ায়নি। শেষমেশ ওই দুজনকেও গ্রেফতার করে পুলিশ।


কেন হত্যা?
তদন্ত যতটুকু এগিয়েছে তাতে পুলিশের দাবি ওই তরুণীকে গণিকাবৃত্তির জন্য বাধ্য করেছিলেন অভিযুক্ত। তরুণীর হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে অন্তত সেরকমই স্পষ্ট। এক বন্ধুকে পাঠানো মেসেজে তরুণী লিখেছেন, 'ওরা আমাকে যৌনকর্মী বানানোর চেষ্টা করছে।' গোটা ঘটনায় তুমুল হইচই উত্তরাখণ্ডে। তার উপর ময়নাতদন্তের রিপোর্ট। আপাতত বিনোদ আর্যকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। 

প্রেক্ষাপট...
গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তরুণীর নিখোঁজ হয়ে যাওয়া ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ভাইরাল হয়েছিল। তার পর থেকেই টনক নড়ে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর রিসর্টে এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। এর পরই ঘটনায় নতুন মোড়। দাবি, পুলকিত এবং রিসর্টের দুই কর্মচারী তরুণী খুনের কথা কবুল করেন সেই সময়ই। এরপর তাঁদের গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়তে হয় পুলিশকে। সূত্রের খবর, জেরায় অভিযুক্তরা জানিয়েছেন যে তাঁরা ওই তরুণীকে খুন দেহ খালে ভাসিয়ে দিয়েছে। সম্ভবত দেহ ব্য়বসায় নামানোর চেষ্টার বিরোধিতা করাতেই তরুণীকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করেছিলেন তিন জন।


আরও পড়ুন:গণহারে উড়ান বাতিল চিনে, গৃহবন্দি চিনপিং! সেনা-অভ্যুত্থান জল্পনা