Uttarakhand Tunnel Rescue Live Updates: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব

Uttarkashi Tunnel Collapse Live: বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ABP Ananda Last Updated: 23 Nov 2023 09:42 PM

প্রেক্ষাপট

দেহরাদূণ: নয় নয় করে ১২ দিন ধরে ধসে পড়া সুড়ঙ্গের (Uttarkhand Tunnel Collapse) অন্দরে। উত্তরাখণ্ডে (Uttarakhand) জোরকদমে চলছে উদ্ধারকার্য। (rescue operation) এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে ৪১ জন শ্রমিক। কিন্তু উদ্ধারকারী...More

Uttarkhand Rescue Operations Live: সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা, যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং

সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা। যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং। যে প্ল্যাটফর্মের উপর বসানো হয়েছে যন্ত্রপাতি, তাতে সামান্য ফাটল দেখা যায় থমকেছে কাজ।