Uttarakhand Tunnel Rescue Live Updates: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব

Uttarkashi Tunnel Collapse Live: বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ABP Ananda Last Updated: 23 Nov 2023 09:42 PM
Uttarkhand Rescue Operations Live: সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা, যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং

সুড়ঙ্গ খোঁড়ায় ফের সমস্যা। যন্ত্রের সমস্যায় আপাতত থমকাল ড্রিলিং। যে প্ল্যাটফর্মের উপর বসানো হয়েছে যন্ত্রপাতি, তাতে সামান্য ফাটল দেখা যায় থমকেছে কাজ।

Uttarkhand Rescue Operations Update: চলছে উদ্ধারকাজ, দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা

চলছে উদ্ধারকাজ। টানেল খুঁজে পাইপ বসাতে সময় লাগছে। দ্রুত উদ্ধার করা যাবে শ্রমিকদের, আশা জাগাচ্ছেন উদ্ধারকারীরা।

Uttarkhand Rescue Operations Live: উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই উদ্ধার সম্ভব

সিল্কিয়ারার দিক থেকে মোট ১০টি পাইপ ঢোকানো হচ্ছে। এর মধ্যে ৯টি পাইপ ঢোকানোর কাজ শেষ হয়েছে। এর জন্য আরও কিছুটা সময় লাগবে। উদ্ধারকারী দলের অনুমান, প্ল্যান-A সফল হলে আজই সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে। 

Tunnel Rescue Operation: আজকেই কি উদ্ধার করা যাবে টানেলে আটকে থাকা ৪১ জনকে?

আর বাকি সামান্য রাস্তা। আজকেই কি উদ্ধার করা যাবে টানেলে আটকে থাকা ৪১ জনকে।

Uttarkhand Rescue Operations Live: এদিনই টানেলের ৪৮ থেকে ৫১ মিটার জায়গা কাটতে গিয়ে মেশিন বিকল হয়ে যায়

এদিনই টানেলের ৪৮ থেকে ৫১ মিটার জায়গা কাটতে গিয়ে মেশিন বিকল হয়ে যায়। এর আগে গতকাল রাতেও ধস-বিধ্বস্ত টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। ভোরে NDRF ওই ইস্পাত এবং লোহা কাটার পর, ফের শুরু হয় টানেল বসিয়ে পাইপ ঢোকানোর কাজ। 

Tunnel Rescue Operation: শেষ কয়েকমিটার বাকি আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য

প্রায় মূল পর্যায়ে রয়েছে উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের পরে উদ্ধারকাজ। শেষ কয়েকমিটার বাকি আটকে পড়াদের শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য। রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও

Uttarkhand Rescue Operations Live: টানেলে উদ্ধারকাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিংহ

কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিংহ এবং আরও কিছু বরিষ্ঠ আধিকারিক এদিন সিল্কয়ারা টানেলে ঢোকেন উদ্ধারকাজ খতিয়ে দেখতে

Tunnel Rescue Operation: উদ্ধার করার পরে AIIMS Rishikesh-এ আনা হবে?

উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের ঘটনায় যাঁরা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার করে AIIMS Rishikesh-এ আনার প্রয়োজন হলে সব ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে AIIMS কর্তৃপক্ষ।

Uttarkhand Rescue Operations Live: টানেল বিপর্যয়ের পরে ১২ দিন, এখনও চলছে উদ্ধারকাজ

টানেল বিপর্যয়ের কারণে গত ১২ দিন ধরে টানেলের মধ্যে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারের অভিযান শেষ পর্যায়ে রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ

Pushkar Singh Dhami: সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরকাশীর সিল্কিয়ারায় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিক গব্বর সিংহ নেগি ও সাবা আহমেদের সঙ্গে কথোপকথন করেছিলেন। সেখানে আটকে পড়া বাকি শ্রমিকদেরও খোঁজ নিয়েছিলেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধারকার্যে দ্রুততা আনার জন্য নিশ্চয়তা দিয়েছিলেন। 

Uttarkhand Rescue Operations Live: যান্ত্রিক গোলযোগের জন্য বাধা উদ্ধারকার্যে

৪৫ মিটার দীর্ঘ পাইপলাইন বসানো গিয়েছে। যান্ত্রিক ত্রুটির জন্য উদ্ধারকার্যে সাময়িক বাধা। দ্রুত উদ্ধারকার্য শেষ করার লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতিতির দিকে নজর রেখেছেন, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

Pushkar Singh Dhami: উদ্ধাকার্যের তদারকিতে মুখ্যমন্ত্রী পুষ্কর, কথা বললেন শ্রমিকদের সঙ্গে

উত্তরাখণ্ডে উদ্ধারকার্য তদারকি মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির। এখনও সুড়ঙ্গের ভিতর আটকে শ্রমিকরা। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথাও বললেন তিনি।

Uttarkhand Rescue Operations Live: দিন শেষ হতে হতে উদ্ধারকার্য সম্পন্ন হবে, জানালেন NDRF-এর ডিজি

যন্ত্র দিয়ে আবার উদ্ধারকার্য শুরু হয়েছে। ছ'মিটার ভিতরে ২-৩টি পাইপ ঢোকানো হবে। দিন শেষ হতে হতে উদ্ধারকার্য সম্পন্ন হবে, জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি অতুল কারওয়াল।


 

Pushkar Singh Dhami: উত্তরাখণ্ডের সুড়ঙ্গের বাইরে মুখ্যমন্ত্রী, মন্দিরে পুজো দিয়ে এলেন

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্য চলছে। সিল্কয়ারা সুড়ঙ্গের কাছে পৌঁছলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তার আগে মন্দিরে পুজো দিলেন তিনি।


 

Uttarkhand Rescue Operations Live: যান্ত্রিক গোলযোগ পেরিয়ে ফের শুরু উদ্ধারকার্য, আজ দিনের শেষে উদ্ধারকার্য সম্পন্ন হতে পারে

যান্ত্রিক গোলযোগ মিটে গিয়েছে আপাতত। আবারও উদ্ধারকার্য শুরু হয়েছে। আজ  দিন শেষ হতে হতে উদ্ধারকার্য সম্পন্ন হতে পারে, বললেন NDRF-এর DG অতুল কারওয়াল।



 











 









Uttarkashi Rescue Operations Live Updates: উদ্ধারকার্য সম্পন্ন হতে আরও ১২-১৫ ঘণ্টা, যান্ত্রিক গোলযোগে বার বার বিঘ্ন

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন হতে আরও ১৪-১৫ ঘণ্টা সময় লাগতে পারে। ধ্বংসস্তূপে যেখানে শ্রমিকরা আটকে রয়েছেন, সেখানে পৌঁছতেই লাগবে ১২-১৪ ঘণ্টা। তার পর বের করে আনতে আরও ২-৩ ঘম্টা, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর কুলবে।

Uttarkhand Rescue Operations Live: ৪৫ মিটার দীর্ঘ পাইপলাইন বসানো, যান্ত্রিক গোলযোগে সাময়িক বাধা উদ্ধারকার্যে

৪৫ মিটার দীর্ঘ পাইপলাইন বসানো গিয়েছে। যান্ত্রিক ত্রুটির জন্য উদ্ধারকার্যে সাময়িক বাধা। দ্রুত উদ্ধারকার্য শেষ করার লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতিতির দিকে নজর রেখেছেন, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।


 

Uttarkashi Rescue Operations Live Updates: উদ্ধারকার্য চালাতে গিয়ে যান্ত্রিক গোলযোগ, উত্তরকাশীতে দীর্ঘ হতে পারে অপেক্ষা

উদ্ধারকার্যে কিছু প্রযুক্তিগত সমস্য়া। শেষ মুহূর্তে বিপত্তি। ঘটনাস্থলে বিশেষজ্ঞরা। উদ্ধারকার্য দ্রুত শেষ করাই লক্ষ্য, জানালেন উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা।


 

Uttarkashi Tunnel Rescue Operations Live Updates: উদ্ধারকার্য একেবারে শেষ পর্যায়ে, মুখ্যমন্ত্রী খোদ ঘটনাস্থলে

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্য একেবারে শেষ পর্যায়ে। ঘটনাস্থলে হাজির মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। 


 

Uttarkashi Rescue Operations Live Updates: পাইপলাইন তৈরির কাজ চলছে, উদ্ধারকার্য শেষ পর্যায়ে

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্য একেবারে শেষ পর্যায়ে। এক-দু'ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসবেন শ্রমিকরা। পাইপলাইন তৈরি করে উদ্ধারকার্য চলছে, জানালেন উদ্ধারকারী দলের সদস্য গিরীশ সিংহ রাওয়াত।


 

Uttarkashi Tunnel Rescue Operations Live Updates: উত্তরকাশীতে জোরকদমে চলছে উদ্ধারকার্য, সুড়ঙ্গের মুখে বিশেষ পুজোর আয়োজন

১২ দিন ধরে আটকে সুড়ঙ্গে। উত্তরকাশীতে জোরকদমে চলছে উদ্ধারকার্য। সুড়ঙ্গের মুখে বিশেষ পুজোর আয়োজন।

Uttarkashi Rescue Operations Live Updates: ধ্বংসস্তূপে ড্রিলিং চলছে, পাইপ ঢুকিয়ে বের করে আনা হবে শ্রমিকদের

ধ্বংসস্তূপে ড্রিলিং চলছে। তার মধ্যে দিয়ে ঢোকানো হবে চওড়া পাইপ, যাতে তা দিয়ে হেঁটে বেরিয়ে আসতে পারেন শ্রমিকরা। 


 

Uttarkashi Tunnel Rescue Operations Live Updates: চিকিৎসা সরঞ্জাম পৌছল সুড়ঙ্গের বাইরে, শ্রমিকদের বেরিয়ে আসার অপেক্ষা

সিল্কিয়ারা সুড়ঙ্গের বাইরে হাজির অ্যাম্বুল্যান্স। চিকিৎসার সরঞ্জামও পৌঁছল ঘটনাস্থলে। আটকে থাকা শ্রমিকদের বের করে আনার চেষ্টা।










 








প্রেক্ষাপট

দেহরাদূণ: নয় নয় করে ১২ দিন ধরে ধসে পড়া সুড়ঙ্গের (Uttarkhand Tunnel Collapse) অন্দরে। উত্তরাখণ্ডে (Uttarakhand) জোরকদমে চলছে উদ্ধারকার্য। (rescue operation) এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে ৪১ জন শ্রমিক। কিন্তু উদ্ধারকারী এবং তাঁদের মধ্যে ব্যবধান মাত্র কয়েক মিটারের। তাই বৃহস্পতিবার সকালের মধ্যেই সকলকে উদ্ধার করে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.