দেহরাদূণ: নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে বিপত্তি উত্তরাখণ্ডে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে ৩৬ জন শ্রমিক। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এখনও শ্রমিকরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে নেমেছে। রাজ্যপুলিশের দলও পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। উদ্ধারকার্য চলছে। (Uttarakhand Tunnel Collapse)
কাজ চলাকালীনই শনিবার ভোরে ওই নির্মীয়মান সুড়ঙ্গটি ভেঙে পড়ে
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ঘটনা। ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর দিয়ে সিল্কিয়ারা এবং ডন্ডালগাঁওকে সংযুক্ত করতে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল সেখানে। সেই কাজ চলাকালীনই শনিবার ভোরে ওই নির্মীয়মান সুড়ঙ্গটি ভেঙে পড়ে। নির্মীয়মান সুড়ঙ্গটির ১৫০ মিটার অংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। (Uttarakhand News)
অর্পণ জানিয়েছেন, জানিয়েছেন প্রবেশপথের দিক থেকেই ভেঙে পড়েছে সুড়ঙ্গটি। ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের বের করে আনতে ড্রিলিং মেশিনের ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেন পাইপ পাঠানো হয়েছে ভিতরে, যাতে আটকে পড়া অবস্থায় শ্রমিকরা শ্বাস নিতে পারেন। কিন্তু উদ্ধারকার্য সম্পন্ন হতে দু'-তিন দিন সময় লাগতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন: Kedarnath: দীপাবলিতে প্রবল তুষারপাত কেদারনাথে, কবে থেকে বন্ধ হচ্ছে মন্দিরের দরজা?
ওই সুড়ঙ্গে নির্মাণকার্য চালাচ্ছিল হাইড্রোইলেকট্রিসিটি ইনভেস্টমেন্ট কোম্পানি। সেখানেই কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেই সময় সুড়ঙ্গটি ভেঙে পড়ে। তাঁদের নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য উদ্ধারকারীদের। পুলিশ এবং উদ্ধারকারী দল একযোগে সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। যত দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন বিজ্ঞানীরা।
আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য উদ্ধারকারীদের
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কম্যান্ডার মণিকান্ত মিশ্র জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। এখনও পর্যন্ত ৩৬ জন শ্রমিকই নিরাপদ রয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতির দিক নজর রেখেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। সকলকে নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য বলে জানিয়েছেন।