নয়া দিল্লি: হেলমেট না পরলে শাস্তির বিধান রয়েছে দেশের সব রাজ্যেই। সেই মতোই বিদ্যুৎ দফতরের এক কর্মী হেলমেট না পরে বাইক চালানোয় ১০০০ টাকা ফাইন করেছিলেন পুলিশ কর্মী। আর তাতেই অগ্নিশর্মা ওই কর্মী। রেগে যা কাণ্ড ঘটালেন সেই ঘটনাই এখন শিরোনামে।                                                                                                               

  


এলাকায় বাইক চালানোর সময় হেলমেট না পরার কারণে ওই ব্যক্তিকে জরিমানা করাতেই পুরো পুলিশ লাইনের বিদ্যুত কেটে দেন বিদ্যুৎ দফতরের ওই লাইনম্যান। একে প্রচণ্ড গরম, তার ওপর এই ঘটনার জেরে নাজেহাল অবস্থায় পড়তে হয়েছে পুলিশ এবং তাদের পরিবারকে। 


পুলিশ লাইনে বিদ্যুৎ কেটে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। পুলিশ লাইনের বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ সংযোগ কেটে দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। আর এরপরই কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা। 


জানা গিয়েছে যে ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর নাম খালিদ। যিনি মিরাটের ধীরখেদা এলাকার বাসিন্দা। তিনি বাইকে করে হাপুরে এসেছিলেন।  হেলমেট না পরা এবং ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্য তাঁকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছিল। 


পুলিশ সূত্রে খবর, তিনি এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জরিয়েছিলেন। খালিদ পুলিশকে বলেছিলেন যে তিনি বিদ্যুৎ বিভাগের একজন লাইনম্যান এবং কাজের জন্য এখানে এসেছিলেন। পুলিশ তার কথায় কান না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। 


এদিকে খালিদের এই 'প্রতিহিংসার' জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পুলিশ সুপারসহ বেশ কয়েকজন পুলিশের বাড়ি অন্ধকারে ঢেকে গেছে।                                                                      


 


আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি