Meta Layoffs: নতুন দফায় কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়েছে মেটায় (Meta)। এটি আসলে দ্বিতীয় পর্যায়ের ছাঁটাই প্রক্রিয়া। এর আগে গতবছর প্রথম পর্যায়ে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। এরপর চলতি বছর মার্চ মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল মেটা কর্তৃপক্ষ। এই দফায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে জানিয়েছিল মেটা। প্রাথমিক ভাবে ৪০০০ কর্মীর উপর ছাঁটাইয়ের কোপ পড়েছিল। তাই এই পর্যায়ে প্রায় ৬০০০ কর্মী চাকরি খোয়াবেন বলে মনে করা হচ্ছে। 


চাকরিসূত্রে ব্রিটেন গিয়েও ছাঁটাই হলেন মেটার ভারতীয় কর্মী 


সম্প্রতি মেটা থেকে ছাঁটাই হওয়া এক কর্মী লিঙ্কডইনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, মেটায় এইচআর বিভাগে চাকরি করতেন। কর্মসূত্রেই কয়েক মাস আগে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়ায় তাঁর চাকরি খোয়া গিয়েছে। ওই মহিলা কর্মী জানিয়েছিলেন নিউ জার্সিতে ভাইয়ের কনভোকেশনে গিয়েছিলেন তিনি। সেখানেই চাকরি খোয়ানোর কথা জানতে পারেন তিনি। 


মেটার ফাইনাল কর্মী ছাঁটাইয়ে কাদের উপর কোপ


মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইস ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং কর্পোরেট কমিউনিকেশনস- এইসব বিভাগ থেকে ব্যাপক সংখ্যায় চলছে কর্মী ছাঁটাই। লিঙ্কডইনে অনেকেই ঘোষণা করেছেন যে তাঁরা মেটা থেকে চাকরি খুইয়েছেন। এইসব বিভাগের পাশাপাশি প্রাইভেসি এবং ইন্টগ্রিটি বিভাগ থেকেও কর্মী ছাঁটাই করেছে মেটা। লিঙ্কডইন পোস্টের মাধ্যমে তেমনই জানা গিয়েছে। সূত্রের খবর, মেটা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ১০ হাজার লোককে ছাঁটাই করতে চলেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।


এবার কর্মী ছাঁটাই গাড়ির কোম্পানিতেও 


প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)।  সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই কোম্পানি ভাল পরিমাণে ছাঁটাই করতে পারে। আর তার জেরে কাজ হারাবেন হাজার হাজার কর্মী। জানা গিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য  বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও  উন্নত করতেই এই ছাঁটাই করা হবে। 


আরও পড়ুন- মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি