শ্রীনগর: জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) শেষ হয়েছে কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা। যাত্রা শেষের পর আপাতত সেখানেই রয়েছেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। বুধবার জম্মু–কাশ্মীরের বরফঢাকা গুলমার্গে (Gulmarg) স্কি (SKI) করতে দেখা গেল রাহুলকে। সনিয়া-পুত্রকে দেখে পর্যটকরাও উচ্ছ্বসিত। অনেকেই এগিয়ে আসেন সেলফি (Selfie) তুলতে।
সাধারণ পর্যটকদের সঙ্গেই স্কি করতে দেখা যায় রাহুলকে। টুইটারে (Twitter) ভিডিওটি আপলোড হওয়ার পর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা সফলতার সঙ্গে শেষ হওয়ার পর রাহুলজি গুলমার্গে ছুটি কাটাচ্ছেন।’ তবে স্কি করার সময় সাংবাদিকদের ‘নমস্কার’ বলেই এড়িয়ে গিয়েছেন তিনি।
ভারত জোড়ো যাত্রায় নানা সময়ে নানাভাবে দেখা গিয়েছিল রাহুল গাঁধীকে। কখনও দক্ষিণ ভারতে মৎস্যজীবীদের সঙ্গে সমুদ্রে নেমে সাঁতার, কখনও আবার নিপুণ দক্ষতায় ডন-বৈঠক।
আরও পড়ুন, 'প্রধানমন্ত্রী হওয়ার আগে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি', 'আদি মহোৎসব'-এ মন্তব্য মোদির
উল্লেখ্য, কাশ্মীর গ্রেনেড চায় না। ভালবাসা চায়। প্রায় চার হাজার কিলোমিটারের ভারত জোড়ো যাত্রার শেষে কাশ্মীরে বার্তা দিইয়েছিলেন রাহুল। বিজেপির বিভাজনের বিরুদ্ধে গতবছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গাঁধী। ৩ হাজার ৯৭০ কিলোমটার রাস্তা, ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে এবারের মতো তা শেষ হয়েছিল কাশ্মীরে।
এর আগে বরফ ঢাকা কাশ্মীরে কার্যত ছোটবেলায় ফিরে গেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। খেলার ছলে একে অপরের গায়ে বরফ লাগাতেও দেখা যায় ভাই-বোনকে।
এদিকে, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। সম্প্রতি সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলে ডায়নামিক ইউথ আইকন বলে ট্যুইটে সম্বোধন করেছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ।