নয়াদিল্লি: আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। এদিন তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন। তবে আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন স্বাস্থ্যসচিব বলেন, আগামী ১০ দিনের মধ্যে টিকাকরণ শুরু হবে। তবে এই টিকাকরণ হবে জরুরি ভিত্তিতেই। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। তিনি বলেন প্রথমদফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বছরের শুরুতেই কোভিশিল্ড এবং কোভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কীভাবে করোনা ভ্যাকসিন বন্টন ও প্রয়োগ করা হবে? সব দিকে নজর রাখতে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে শেষ হয়েছে ড্রাই রানও। দেশের ১২৫টি জেলার ২৮৬টি কেন্দ্রে ড্রাই রান হয়েছে।
কিন্তু কাদের দেওয়া হবে এই ভ্যাকসিন? কারা আছেন তালিকায়? স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আগেই জানিয়েছেন, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ব্রিটেনে ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেন। ব্রিটেনেই প্রথম শুরু হয় টিকাকরণ। সংক্রমণের আবহে ফের লকডাউন ঘোষণা করল ব্রিটেন। গতকাল রাত থেকে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই স্ট্রেন পাওয়া গিয়েছে ভারতেও। আর এরই মধ্যে টিকাকরণ এর ঘোষণা করল কেন্দ্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে টিকাকরণ, সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2021 05:10 PM (IST)
এদিন স্বাস্থ্যসচিব বলেন, আগামী ১০ দিনের মধ্যে টিকাকরণ শুরু হবে। তবে এই টিকাকরণ হবে জরুরি ভিত্তিতেই। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -