নয়াদিল্লি: সংক্রমণ নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই আবহে কেন্দ্রের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। কটাক্ষ করে তিনি বলেন, মানুষের নজর অন্যদিকে ফেরানোর নীতি নিয়েছে কেন্দ্র।
এদিন তিনি ট্যুইটারে লেখেন, ভ্যাকসিন কমছে আর বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যা। তাই এখন কেন্দ্রীয় সরকারের নীতি হল, মানুষের নজর অন্যদিকে ফেরাও। মিথ্যে কথা বলো আর চিৎকার-চেঁচামেচি করে আসল তথ্য গোপন করো। ট্যুইট করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ রাহুল গাঁধীর।
এর আগে ভ্যাকসিনের পোস্টার নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন রাহুল গাঁধী। শনিবার থেকে হঠাৎই রাজধানীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ভ্যাকসিন নিয়ে পোস্টারটি। দিল্লির একাধিক জায়গাতে এই পোস্টার পড়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ কড়া পদক্ষেপ নিতে শুরু করে। রাজধানী জুড়ে মোট ২৫ জন গ্রেফতার করা হয়। মোট ২৫টি এফআইআর দাখিল করা হয় পোস্টারটি ঘিরে। আধিকারিকরা জানিয়েছিলেন, সরকারি সম্পত্তি নষ্টের দায়েই এই এফআইআর ও গ্রেফতারি।
কংগ্রেসের নেতা সোশ্যাল মাধ্যমে সরকারের উদ্দেশে চ্যালেঞ্জের সুরে লেখেন, 'আমাকেও গ্রেফতার করুন'। সঙ্গে জুড়েছেন সেই পোস্টার, যা নিয়ে দিল্লিতে রাজনৈতিক বিতর্কের পারদ চড়েছে। যেখানে লেখা, 'মোদিজি হামারে বাচ্চো কা ভ্যাকসিন কিঁউ বিদেশ ভেজ দিয়া?' অর্থাৎ, মোদিজি কেন আমাদের দেশের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার বদলে তা বিদেশে পাঠিয়ে দিলেন?
গত ১ মে থেকে দেশে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। কিন্তু একাধিক রাজ্য ভ্যাকসিন অপ্রতুলতার অভিযোগ তুলেছে। অভিযোগ, পাওয়া যাচ্ছে না প্রথম ডোজ। আবার, নির্দিষ্ট সময় হয়ে গেলেও এখনও দ্বিতীয় ডোজ নিতে পারছেন না অনেকেই। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোজ রোজ খালি হাতে ফিরতে হচ্ছে। কোথাও লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কোথাও আবার ভ্যাকসিনের লাইনেই তুমুল বচসা, হাতাহাতি। গত কয়েকদিন ধরেই এহেন ছবি সামনে এসেছে।
এদিকে দেশে দৈনিক মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল। একদিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। দেশে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। একদিনে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। তবে দেশে করোনায় একদিনে মৃত্যু সাড়ে চার হাজার পার হলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ অভিঘাত ইতিমধ্যেই পার করে এসেছি।