চেন্নাই : বন্দে ভারত । এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ট্রেনের কামরার ভেতরে রিল শুট করা থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেলফি , সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় বন্দে ভারতের ছবিতে। আর এর গতির প্রশংসা করেন যাত্রীরা। কিন্তু সেই বন্দে ভারতের খাবার নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার !
বন্দে ভারত আজ ইস্তক যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমন নিন্দেও হয়েছে নানা কারণে। কখনও দেরিতে পৌঁছানো, কখনও কামরার ভেতরে জল পড়া, উঠেছে নানা অভিযোগ। এবারের অভিযোগ দক্ষিণ ভারত থেকে। তিরুনেলভেলি থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি। সেই ট্রেনেরই এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখান, কতটা খারাপ খাবার পরিবেশন করা হয়েছে বন্দে ভারত ট্রেনে !
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে, কালো পোকামাকড়ে ভর্তি খাবার। সম্বর ডালে থিকথিক করছে কালো পোকা ! প্রিমিয়াম কোয়ালিটি পরিষেবা প্রদানের দাবি করে বন্দে ভারত। সেখানেই যদি খাবারের গুণমান এমন হয়, তাহলে অন্য ট্রেনে কেমন হবে ! সমালোচনায় মুখর নেটিজেনরা ।
বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই নানা কারণে বিজেপি বিরোধীদের নিশানায়। প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রোজেক্ট এই বন্দে ভারত। আর তাই সেই ট্রেনে পরিষেবার এমন হাল দেখে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর । তিনি ভিডিওটি শেয়ার করেন এবং বন্দে ভারত ট্রেনের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে উল্লেখ করে লেখেন, তিরুনেলভেলি-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের পরিবেশিত খাবারে জীবন্ত পোকামাকড় পাওয়া গেছে... এই সমস্যা মোকাবিলা করতে এবং প্রিমিয়াম ট্রেনগুলিতে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?”
এ বিষয়ে রেলওয়ে একটি বিবৃতি জারি করেছে। রেলওয়ে জানায় সঙ্গে সঙ্গেই তদন্ত করা হয়েছে । ডিন্ডিহুল স্টেশনের স্বাস্থ্য পরিদর্শক খাবারের প্যাকেজটি পরীক্ষা করেন। অনুসন্ধানে জানা গেছে, পোকা সম্বরের ভেতরে ছিল না । অ্যালুমিনিয়ামের পাত্রের ঢাকনায় আটকে ছিল। ঘটনায়, রেলওয়ে ক্যাটারিং পরিষেবা প্রদানকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে এই প্রথমবার নয় যে বন্দে ভারত ট্রেনে এই আগেও খাবারদাবার সংক্রান্ত বিষয়ে অভিযোগ উঠেছে। মাত্র কয়েক মাস আগে, আরেক যাত্রী তার খাবারে তেলাপোকা খুঁজে পেয়েছিলেন। তখনও ভাইরাল হয় তার পোস্ট।
বন্দে ভারত ট্রেন, সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের অংশ। এই ট্রেনের উচ্চ গতি, উন্নত নিরাপত্তা মান এবং উচ্চতর পরিষেবা নিয়ে সরকার অনেক প্রচারও করেছে। এমন প্রিমিয়াম ট্রেনে পরিষেবাগত ত্রুটি দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।