বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি। সংসদে সেই নিয়ে আলোচনা । সোমবার সংসদে বন্দেমাতরম বিষয়ক আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় রচিত বন্দেমাতরম মন্ত্রের জোর নিয়ে বিস্তারিত আলোচনা করেন নরেন্দ্র মোদি। বলেন, ব্রিটিশরা বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, সেইসময় তাদের বিরুদ্ধে আন্দোলনের শক্তি জুগিয়েছিল বন্দেমাতরম মন্ত্র। কিন্তু সেই বন্দে মাতরম নিয়েই ফের বিতর্কিত মন্তব্য করলেন জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেন, 'বন্দে মাতরম পাঠ বা গান করতে তাঁর কোনও আপত্তি নেই, তবে মুসলমানরা শুধুমাত্র এক আল্লাহকে ইবাদত করে এবং মুসলমানরা তাদের ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তর্ভুক্ত করতে পারে না।'
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) লোকসভায় আলোচনা শুরু করেন এবং মঙ্গলবার রাজ্যসভাতেও এই বিষয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে আরশাদ মাদানী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'বন্দে মাতরমের অনুবাদে চারটি ছত্রে দেশকে দেবী হিসেবে বিবেচনা করে, দুর্গা মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং পুজো শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও মা, আমি তোমার পুজো করি। এটাই বন্দে মাতরমের অর্থ।' মৌলানা আরশাদ মাদানীর মতে, বন্দে মাতরম মুসলমানের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী, তাই কাউকে কারও বিশ্বাসের বিরুদ্ধে কোনও শ্লোগান বা গান গাইতে বাধ্য করা যায় না। তিনি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা (অনুচ্ছেদ ২৫) এবং মত প্রকাশের স্বাধীনতা (অনুচ্ছেদ ১৯) দেয়। আরশাদ মাদানী আরওবলেন, 'দেশকে ভালোবাসা এক বিষয়, আর তার পুজো করা আলাদা বিষয়। ' তিনি বলেন যে কাউকে তাঁর বিশ্বাসের বিরুদ্ধে শ্লোগান বা গান গাইতে বাধ্য করা যায় না।
বন্দে মাতরমের উপর সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ভারতে স্বাধীনতা এসেছে কারণ আমরা দেশ ও ধর্মকে এক করিনি। তিনি বলেন , সরকার যেন এর উপর জোর-জবরদস্তি না করে, যদি জোর করে, তবে এটি সংবিধানের পরিপন্থী। ওয়াইসি বলেন, 'যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, আজ তারা দেশপ্রেমের কথা বলছে। তিনি বলেন, দেশপ্রেম দেখাতে হলে দারিদ্র্য দূর করতে হবে। তিনি ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নিশানা করে বলেন যে, তাঁরা কি বন্দে মাতরমকে আনুগত্যের পরীক্ষা বানাতে চান? তিনি বন্দে মাতরম গান করা বা এর ঘোষণা করার বিষয়ে বলেন, 'আমরা আমাদের মায়ের ইবাদত করি না, আমরা কোরআনেরও ইবাদত করি না এবং ইসলামে আল্লাহ ছাড়া কোনো খোদা নেই।'