পটনা: শপথবাক্য পাঠ করে বিধায়ক হিসেবে শপথ নিতে গিয়েছিলেন। কিন্তু শপথবাক্য পাঠ করতেই হিমশিম খেলেন বিহারে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের নবনির্বাচিত বিধায়ক বিভাদেবী। একটা সময় পর হাল ছেড়ে দিয়ে পাশে বসা অন্য জনকে পড়ে দিতে বললেন শপথবাক্য। বিহার বিধানসভা থেকে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। আর তাতেই বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্য়তা বেঁধে দেওয়ার দাবি উঠছে। (Vibha Devi Oath Video)

Continues below advertisement

বিহারের নওয়াদা থেকে সম্প্রতি বিধায়ক নির্বাচিত হয়েছেন বিভাদেবী। নীতীশের সংযুক্ত জনতা দলের টিকিটে বিপুল ভোটে জয়ীও হন তিনি। তবে বিভাদেবী নন, এই জয়ের যাবতীয় কৃতিত্ব পাচ্ছেন তাঁর স্বামী রাজবল্লভ যাদব, যিনি বিহারের প্রাক্তন বিধায়ক এবং সেখানকার রাজনীতিতে ‘বাহুবলী’ হিসেবেই পরিচিত। নিজের বাড়িতে এক নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন রাজবল্লভ। এবছর অগাস্টে যদিও পটনা হাইকোর্ট মুক্তি দেয় তাঁকে। (Bihar Politics)

রাজবল্লভকে আগেই বহিষ্কার করেছিল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। ২০২০ সালে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী হিসেবেই নওয়াদায় জয়ী হন বিভাদেবী। এবছর তিনি নীতীশের সংযুক্ত জনতা দলে যোগ দিয়ে ফের বিজয়ী হন নওয়াদা আসন থেকে। কিন্তু সম্প্রতি বিধানসভায় শপথ নিতে গিয়ে রীতিমতো হিমশিম খান বিভাদেবী। হিন্দিতে লেখা শপথবাক্য পড়তে গিয়ে বার বার হোঁচট খান। একটা সময় পর বিধায়ক মনোরমা দেবীকে শপথবাক্য পড়ে দিতে বলেন। মনোরমার সাহায্য়েই শেষ পর্যন্ত শপথ নেন বিভাদেবী।

Continues below advertisement

ওই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। পিওনের চাকরিতেও যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেখানে সাংসদ-বিধায়কদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেন মাপকাঠি হবে না, প্রশ্ন তোলেন নেটিজেনরা। এবার অন্তত সংসদ এবং বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন অনেকেই।

তবে পড়তে পারুন বা না পারুন, বিহারের রাজনীতিতে বিভাদেবী এবং তাঁর পরিবাররে দাপট কম নয়। নির্বাচনী হলফনামায় বিভাদেবী জানিয়েছেন, মোট ৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। মাথার উপর ঋণ রয়েছে ৫.২ কোটি টাকার। বার্ষিক ১.১ কোটি টাকা আয় করেন তিনি। শিক্ষাগত যোগ্যতার অক্ষরজ্ঞানের উল্লেখ রয়েছে।