নয়াদিল্লি: ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি ? ইতিমধ্যেই আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে NDA. এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অপরদিকে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি। আজ মনোনয়ন পেশ রয়েছে তাঁর।
আরও পড়ুন, আজ বাদল অধিবেশনের শেষদিন, সংবিধান সংশোধনী বিল ও SIR ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ
আজ মনোনয়নপত্র জমা দেবেন বি সুদর্শন রেড্ডি। থাকবেন রাহুল, প্রিয়ঙ্কা, অখিলেশ, প্রস্তাবক সনিয়া-সমেত ৮০ জন সাংসদ। মনোনয়নের আগে নয়াদিল্লির প্রেরণা স্থলে গেলেন বি সুদর্শন রেড্ডি। বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করলেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী। গতকাল জগদীপ ধনখড়ের পর উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করেন NDA প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। বুধবার, মনোনয়ন দাখিল করার আগে সংসদ চত্বরে মহাত্মী গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেছিলেন তিনি। মনোনয়ন পেশের সময় রাধাকৃষ্ণনের পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বেছে নিয়েছে বিরোধী জোট INDIA. আজ মনোনয়ন পেশ করবেন তিনি।
সম্প্রতি দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। এরপরেই কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি ? ঘুরপাক খায় প্রশ্ন। মাস পেরোলেই সেই উত্তর মিলবে। কারণ ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্প্রতি প্রার্থী ঘোষণা করে NDA. এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে। পি নাড্ডা বলেন, 'প্রত্যেকের সঙ্গেই এবিষয়ে কথা হয়েছে। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে, ওনাকে আমরা এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করছি।' অপরদিকে, প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, দীর্ঘসময় কাল ধরে তিনি জনসেবা করে আসছেন। যিনি নিজেকে বুদ্ধিমত্তা, সাধনা এবং মানবিক রুপে প্রতিষ্ঠিত করেছেন। জন পরিষেবায় বিভিন্ন ক্ষেত্রে, পৃথক পদগুলিতে তিনি সব সময় ফোকাসড থেকেছেন। তামিলনাড়ুতে একেবারে শিকড়ে পৌঁছে তিনি তার কাজের বহর বাড়িয়ে গিয়েছেন। আমি সত্যিই আনন্দিত যে, NDA র তরফে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী করা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)