নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমিত হলেন দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। আজ সকালে রুটিন কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। সন্ধ্যায় রিপোর্ট আসে। তাতে জানা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন। তবে করোনা সংক্রমণের কোনও লক্ষণ বা উপসর্গ নেই তাঁর শরীরে। তিনি সুস্থ, স্বাভাবিক আছেন। তাঁকে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী উষা নাইডুর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সেলফ কোয়ারান্টিনে আছেন।
ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী, দুই শিবিরেরই বেশ কয়েকজন নেতা, নেত্রী করোনা পজিটিভ হয়েছেন। সম্প্রতি রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। কর্নাটকের বিজেপি সাংসদ অশোক গাস্তিরও মৃত্যু হয়েছেন করোনা সংক্রমণে।