দীপক ঘোষ, কলকাতা: তিন দিনের বাজেট অধিবেশনের মধ্যে দিয়ে শেষ হলো ১৬তম বিধানসভার মেয়াদ। প্রতিবার ভোটের বছর পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী বাজেট পেশ হয়, যা ভোট অন অ্যাকাউন্ট নামেই পরিচিত। অন্তর্বর্তী বাজেটে নতুন আর্থিক বছরের প্রথম তিনমাসের জন্য সরকারি খরচ চালাবার জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন করা হয়। নতুন নির্বাচিত সরকার বিধানসভায় এসে তৈরি করবে বাকি ৯ মাসের পূর্ণাঙ্গ বাজেট।


এবার বাজেট অধিবেশন হলো কিন্তু এবারই প্রথম সেই বাজেট অধিবেশনে দেখা গেল না রাজ্যপালকে। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। বাজেট অধিবেশনের প্রথম দিন অন্তর্বর্তী বাজেট পেশের সময় হাজির ছিলেন না  বিরোধী দল নেতা আব্দুল মান্নান। কংগ্রেসে এবং সিপিএম মিলে অধিবেশন বয়কট করায়, ছিলেন শুধু বিজেপির জনা কয়েক বিধায়ক। তারা প্রতিবাদ করলেন , বিক্ষোভ করলেন এবং পরে বয়কটও করলেন। শুক্রবার শুরু হলো বিধানসভা আর শেষ হলো সোমবার।


শেষ দিন যত বিধায়ক উপস্থিত ছিলেন, প্রথা মেনে তাঁদের গ্রুপ ফটো তোলা হলো। ফটো সেশন শেষ করে বেরিয়ে গেলেন ১৬ তম বিধানসভার  সদস্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার সময় হাতের মুদ্রায় ভি দেখিয়ে বলে গেলেন 'আবার আসছি'।


কিন্তু কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? চুলচেরা বিশ্লেষণে মত্ত গোটা দেশের রাজনৈতিক মহল। লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে অতি বড় রাজনৈতিক জ্যোতিষীর পক্ষেও হলফ করে কিছু বলা সম্ভব হচ্ছে না। রাজনীতির এই বাউন্সি পিচে ম্যাচের ফল জানতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।