কলকাতা: একইদিনে শহরে শুরু হল দুই ছবির শ্যুটিং। সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব জানিয়েছিল, আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবি 'প্রধান'-এর শ্যুটিং। অন্যদিকে আজ ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে বিক্রম চক্রবর্তী (Vikram Chakraborty) জানান, আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবি 'অমরসঙ্গী'-র শ্যুটিং। এই ছবিতে সোহিনী সরকার (Sohini Sarkar)-এর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। 


মধুমিতা সরকার (Madhumita Sircar), শোলাঙ্কি রায় (Solanki Roy)-এর সঙ্গে জুটি বাঁধার পরে এবার নতুন ছবিতে বিক্রম। সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির ছবি শহরের উষ্ণতম দিনে (Sohorer Ushnotomo Dine)। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি। একেবারে নতুন যুগের চরিত্রেরা, এক প্রেমের গল্পই ছিল এই ছবির ইউএসপি। আর নতুন জুটিতে বিক্রম ফের নিয়ে আসবেন আরও এক প্রেমের গল্প। 


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম। সঙ্গে লিখেছেন, 'শ্যুটিং শুরু হল।' ক্ল্যাপস্টিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাঁর হাসিমুখ। এর আগে, সোশ্যাল মিডিয়ায় নিজের ও সোহিনীর ফার্স্ট লুক শেয়ার করে নিয়েছিলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় লুকের ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।' 


কমেডির মোড়কে রোম্যান্টিক জুটির গল্প বলবে এই ছবি। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। খুব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির কাজ। এর আগে বিক্রমের ছবি বাজিমাৎ করেছে প্রেমের গল্পকে ভর করেই। তাই কি টলিউডে ফের এখ নির্মল প্রেমের গল্প বলতে বাজি বিক্রম? উত্তর দেবে সময়। 


 



 


আরও পড়ুন: New Bengali Serial: চুক্তিভিত্তিক বিয়ে, প্রেম হবে ওম আর শ্রাবণের মধ্যে? গল্প শোনাবেন যীশু-নীলাঞ্জনা