অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: করোনা আতঙ্ক এতটাই গ্রাস করেছে সকলকে, এবার শুধুমাত্র সন্দেহের বশেই শ্মশানে সৎকার করতে দেওয়া হল না মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে।
বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় খড়গপুরের বাসিন্দা এক মহিলার। ডেথ সার্টিফিকেটে পরিষ্কার লেখা ছিল, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক! সেখান থেকে সোমবার সকালে অ্যাম্বুলেন্সে রাজ্যে নিয়ে আসা হয় মীরা মাহাতোর মৃতদেহ।
অন্য রাজ্য থেকে দেহ আসায় স্থানীয়রা ধরেই নেন, মৃতা করোনা-আক্রান্ত ছিলেন। খড়গপুর ১ নম্বর ব্লকের হরিয়েতাড়া গ্রামে দেহ ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে। তারপর অ্যাম্বুলেন্সে দেহটি নিয়ে আসা হয় মেদিনীপুর পদ্মাবতী শ্মশান ঘাটে। ডেথ সার্টিফিকেট দেখানো সত্ত্বেও শ্মশান ঘাট থেকে দেহ ফিরিয়ে দেওয়া হয়। এরপর নিরুপায় হয়ে পরিবার সেই দেহ নিয়ে সোজা পৌঁছে যায় কোতোয়ালী থানায়। সেখান থেকে পুলিশ দেহ পাঠায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে সমস্ত নথি দেখে বাড়ি নিয়ে যেতে বলা হয় দেহ। যদিও গ্রামবাসীরা এখনও ক্ষিপ্ত। তাদের দাবি, বেঙ্গালুরু থেকে আনা দেহ দাহ করতে হলে জঙ্গলে গিয়ে করা হোক!
হার্ট অ্যাটাকে মৃত্যু! করোনা-আতঙ্কে পশ্চিম মেদিনীপুরে সৎকার করতে দেওয়া হল না বেঙ্গালুরু থেকে আসা মহিলার দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 03:14 PM (IST)
বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় খড়গপুরের বাসিন্দা এক মহিলার। ডেথ সার্টিফিকেটে পরিষ্কার লেখা ছিল, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক!
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -