নয়া দিল্লি: বিয়েতে তুলকালাম অবস্থা। অতিথিদের মধ্যে এমন অবস্থা হবে যা কেউ কল্পনাও করতে পারিনি। বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়েই বিবাদ শুরু হয় দুই কিশোরের মধ্যে। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় মারামারি। এর জেরে মৃত্যু হয় দুই কিশোরের। 

উত্তর প্রদেশের আমেঠিতে এই ঘটনা ঘটে যেখানে ১৭ এবং ১৮ বছর বয়সী দুই অতিথি, যারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন, তাদের মধ্যে তন্দুরি রুটি নিয়ে ঝগড়া হয়। এই রকম মারামারি এবং তার জেরে দুই জনের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত বিয়ে বাড়িতে আসা লোকজন এবং গ্রামের বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই জনের মধ্যে এক জনের নাম রবি কুমার ওরফে কাল্লু (১৮)।  অন্য জনের বয়স ১৭ বছর বলে জানিয়েছে পুলিশ।  সেখানকার গিরিগঞ্জের সার্কেল অফিসার অখিলেশ ভার্মা জানিয়েছেন, আশিস কুমার নামে ১৭ বছরের ওই নাবালক ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়  রবি কুমারের।                                                   

জানা গিয়েছে, প্রথমে মৌখিক কথা কাটাকাটি শুরু হয় ওই দুই কিশোরের। এরপর তা গড়ায় হাতাহাতিতে । এরপর সংঘর্ষে রূপ নেয় যখন তারা একে অপরকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এর ফলে তাদের দুজনেরই গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই নাবালকটি মারা যায়, আর রবিকে চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সময় মারা যায়।                                                                        

সংবাদমাধ্যমে রামজীবন ভার্মা যার মেয়ের বিয়ে হচ্ছিল তিনি জানান,  “আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ আমাদের খবর দেওয়া হয় যে মারামারি শুরু হয়েছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই, তখন ছেলেরা ইতিমধ্যেই মারামারি শুরু করে দিয়েছিল এবং নিজেদের গুরুতর আহত করে দেয়। এই সব ঘটেছে একটি রুটি নিয়ে”। 

গৈরিগঞ্জ সার্কেলের প্রধান অফিসার (সিও) অখিলেশ ভার্মা জানিয়েছেন, পুলিশ মৃতদেহটি তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।