কলকাতা: বাসের মধ্যে সফর করছিলেন এক গর্ভবতী মহিলা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। হঠাৎ বাসের মধ্যেই প্রচণ্ড প্রসববেদনা ওঠে ওই মহিলার। মাঝরাস্তায় এমন অবস্থা দেখে ওই বাস ঘুরে যায় হাসপাতালের দিকে। কিন্তু যখন হাসপাতালে বাস পৌঁছয়- তখন দেখা যায় ওই অন্তঃসত্ত্বা মহিলাকে বাস থেকে নামানোর মতো পরিস্থিতিও নেই। বাধ্য় হয়ে নিমেষের মধ্যে যাবতীয় পরিকাঠামো এনে বাসের মধ্যেই প্রসবের ব্যবস্থা করান ডাক্তার-নার্সরা। ঘটনাটি কেরলের।
ANI এর X হ্যান্ডেল- এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা ভাইরাল (Viral Story) হয়েছে।
খবরে প্রকাশ ওই মহিলার নাম সেরিনা। বছর সাইত্রিশ বয়স তাঁর। কেরলের (Kerala) রাজ্য পরিবহন নিগমের বাসে স্বামীর সঙ্গে ত্রিশূর থেকে কোঝিকোড়ে যাচ্ছিলেন তিনি। তার মাঝে পথেই বাসের মধ্য়ে প্রসবযন্ত্রণা শুরু হয় তাঁর। পরিস্থিতি এমনই হয় যে তাঁকে বাস থেকে নামানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। সেই কারণেই আপৎকালীন পরিস্থিতিতে বাসচালক ওই বাস নিয়ে সোজা পৌঁছে যান ত্রিশূরের হাসপাতালে। দ্রুত পৌঁছন ডাক্তার-নার্স। প্রসবের একেবারে অ্যাডভান্স পর্যায়ে থাকার কারণে ওই বাস থেকে ওই প্রসূতিতে নামানো সম্ভব ছিল না। ফলে বাসেই প্রসবের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেন ডাক্তাররা। ওই বাসেই ওই প্রসূতি জন্ম দেন এক কন্য়াসন্তানের। তারপরেই সদ্যোজাতকে হাসপাতালের nicu-তে নিয়ে যাওয়া হয়েছে। ওই প্রসূতির স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, প্রসূতির জন্য ওই বাস থেকে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে- সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে বাস। দৌড়াদৌড়ি করছেন স্বাস্থ্যকর্মীরা।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে Amala Hospital-এর চিকিৎসক ইয়াসির সুলেইমান জানিয়েছেন, 'প্রসূতির প্রসবযন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। ওই সময় ওই মহিলাকে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। শিশু ও মা যাতে সুস্থ থাকে সেদিকটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যৌন নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ! ভারতে নামতেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি