বেঙ্গালুরু: জার্মানি থেকে ভারতে ফিরতেই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার JDS-এর বহিষ্কৃত নেতা প্রজ্জ্বল রেভান্না। একাধিক যৌন নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রজ্জ্বল রেভান্না জেডিএস সুপ্রিমো এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।


হাসান লোকসভা কেন্দ্রের এনডিএ-এর প্রার্থী প্রজ্জ্বল রেভান্না ( prajwal revanna arrested) ওই কেন্দ্রে ভোটের পরেরদিন ২৭ এপ্রিল জার্মানি চলে গিয়েছিলেন। তার ঠিক আগেই ইন্টারনেটে উপচে পড়েছিল একাধিক ভিডিও। যেখানে একাধিক মহিলাকে রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের (Sex Scandal) অভিযোগ তুলতে দেখা গিয়েছিল। ওই ঘটনায় তদন্তে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল। তাদের হাতেই এদিন গ্রেফতার হন রেভান্না। 


এদিন আদালতে রেভান্নাকে হেফাজতে চেয়ে আবেদন করছে SIT. পাশাপাশি একটি অপহরণ মামলায় রেভান্নার (janata dal mp prajwal revanna) জামিনের বিরোধিতা করে হাইকোর্টেও আবেদন করেছে SIT. তদন্তকারীদের মতে যা পরিস্থিতি তাতে রেভান্নাকে হেফাজতে রাখা জরুরি। এর আগে ওই অপহরণ মামনায় গ্রেফতার হয়েছিলেন রেভান্না। তিনি সাংসদ হওয়ায় বিশেষ কোর্টে সেই মামলা ওঠে, সেখান থেকে জামিন পান তিনি। ওই জামিনেরই বিরোধিতা করেছে এই মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) 


বেঙ্গালুরুর একটি হাসপাতালে প্রথমে শারীরিক পরীক্ষার পরে তাঁকে আদালতে তোলা হয়। SIT-এর অফিসারের রেভান্নার মোবাইল ফোন এবং দুটি সুটকেস বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর, ইন্টারপোলের তরফে SIT, বেঙ্গালুরু পুলিশ এবং ইমিগ্রেশন অথরিটিকে বৃহস্পতিবার বিকেলে রেভান্নার ভারতে ফেরার বিষয়টি জানিয়েছিল।


 






বেঙ্গালুরুর সেশন কোর্টে রেভান্নার আগাম জামিনের একটি আবেদনের শুনানিও রয়েছে শুক্রবার। সূত্রের খবর, সেই আবেদনে রেভান্না সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যে প্রমাণ দেওয়া হয়েছে তা কারিকুরি করা বলেও দাবি করেছেন রেভান্না। তাঁর তরফে এটাও দাবি করা হয়েছিল, তাঁর বিদেশযাত্রা আগে থেকেই ঠিক করা ছিল। অভিযোগের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।


এই অভিযোগ ওঠার পরেই রেভান্নাকে সাসপেন্ড করে JDS. কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন রেভান্নার ভারতে ফেরার খবর তাদের কাছে রয়েছে। অভিযুক্ত ভারতে পা রাখা মাত্র তাঁকে গ্রেফতার করা হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: আমেরিকার ইতিহাসে প্রথমবার! ঘুষ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প
আরও পড়ুন: