নয়া দিল্লি: সারা বিশ্বই কোভিডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কোভিড ভ্যাকসিন সকলকে নেওয়ার জন্য নানা রকমের উৎসাহমূলক কার্যক্রমও চলছে নানা সংস্থার তরফে। সেই প্রেক্ষাপটেই এবার কোভিড টিকা নিয়ে কোটিপতি হলেন এক মহিলা। ২৫ বছর বয়সি ওই মহিলা জিতলেন কয়েক কোটি টাকা। এই ঘটনায় তাজ্জব বনেছে বিশ্ব।
যদিও সকলের মত ভাগ্যের ফেরে এই অর্থ জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার ভ্যাকসিন লটারি জিতে রীতিমত উচ্ছ্বসিত ওই সদ্য কোটিপতি হওয়া ওই বিজেতা মহিলা। এই ঘটনাকে তিনি অবিশ্বাস্য আখ্যা দিয়েছেন। জোয়ান ঝু হল সেই লক্ষাধিক অস্ট্রেলিয়ানদের মধ্যে একজন যারা করোনাভাইরাস ভ্যাকসিন পেয়েছেন এবং লটারি ড্র-তে কোটিপরি হয়েছেন।
রবিবারই জোয়ান ঝুকে দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স লটারির বিজয়ী ঘোষণা করেছে। তিনি COVID-19 টিকা নেওয়ার জন্য ১ মিলিয়ন ডলার বা ৭.৪ কোটি টাকা জিতেছেন। তিনি সংবাদসংস্থাকে জানিয়েছেন যে তিনি তার নতুন পাওয়া এই কোটি টাকা নিয়ে পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন৷
আরও পড়ুন, নুন আনতে পান্তা ফুরোয়, আচমকাই অ্যাকাউন্টে ১০ কোটি!
চিনা মহিলা জোয়ান ঝু বলেন, "আমি আমার পরিবারকে নিয়ে চিনের বাইরে কোথাও ফার্স্ট ক্লাস রাইড করতে চাই। সীমান্ত খোলা থাকলে চিনা নববর্ষের দিন একটি পাঁচতারা হোটেলে ডিনার করব। আমি আমার পরিবারের জন্য উপহার কিনব এবং বাকি অর্থ বিনিয়োগ করব যাতে আমি ভবিষ্যতে আরও অর্থ উপার্জন করতে পারি। যদি কারোর অর্থ প্রয়োজন হয়। সেক্ষেত্রে তাঁদেরকেও সাহায্য করতে পারি।"
রিপোর্ট অনুযায়ী, লটারি সংস্থা তাঁকে ফোন না করলে তিনি জানতেও পারতেন না এই খবরটি। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, অন্য কেউ আমাকে ফোন করেছিল। সেদিন শুক্রবার ছিল এবং আমি কাজে ছিলাম। আমি ফোন তুলতে পারিনি। তারপর আমি কল ব্যাক করলাম। তখন বলা হল আপনি এক মিলিয়ন ডলার জিতেছেন।"
কোভিড ভ্যাকসিনের এই পুরস্কারটি ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার সমাজসেবক সংস্থাগুলি। অস্ট্রেলিয়ানদের মধ্যে টিকা দেওয়ার হার বাড়াতে এই ঘোষণা ছিল। এই টাকার পাশাপাশি ১০০টি গিফট কার্ডও দেওয়া হয়েছে ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে ভাগ্যবানদের।