নয়া দিল্লি: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন এবং রামলালার (Ramlalla) প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অযোধ্যাধাম রেল স্টেশন (Ayodhya Rail Station)। রাম মন্দিরের আদলেই তৈরি হয়েছিল এই স্টেশন। সেই নবনির্মিত স্টেশনের দেওয়ালই কি না ভেঙে পড়ল? একটি ভাইরাল ভিডিও নিয়েই তুমুল হইচই সোশাল মিডিয়ায় (Social Media)।
যদিও সংবাদসংস্থা পিআইবি এবং কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ভিডিওটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। সাফ জানান হয়েছে, অযোধ্যার রেল স্টেশনের বাইরের একটি দেওয়াল ভেঙে পড়েছে এ তথ্য ঠিক, তবে তা পুরোনো স্টেশনটি। নবনির্মিত রেল স্টেশনের প্রতিটি অংশ অক্ষতই রয়েছে।
পিআইবি-র তরফে এও জানান হয়েছে, দেওয়ালটি ভেঙে পড়ার বেশ কিছু কারণও রয়েছে। বাইরের দেওয়ালের ওই এলাকায় জল জমে থাকে, ফলে মাটি আলগা হয়ে আছে। সেইখানে এক ব্যক্তি খননকাজ চালানোয় দেওয়ালের নিচের মাটি দুর্বল হয়ে যায়। এর পড়ে আচমকাই ভেঙে পড়ে ওই দেওয়ালটি এমনটাই দাবি।
পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের তরফে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়েছে এই ঘটনার বিস্তারিত তথ্য। সেখানে বলা হয়েছে ভিডিওতে দেখানো রেল স্টেশনের দেওয়ালটি পুরনো স্টেশনের।
আরও পড়ুন, লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়েছিল অযোধ্যার নতুন স্টেশনের দেওয়ার ভেঙেছে। আর ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নেটিজেন থেকে রাজনীতিবিদরা। অনেকেই অযোধ্যার মতো স্টেশনের পরিকাঠামোর মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজবাদী পার্টির নেতা আইপি সিং এই ইস্যুতে বিজেপিকে বিঁধেছেন। পদ্ম শিবিরের সঙ্গে দুর্নীতির যোগ আছে বলে নিশানাও করেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে