নয়াদিল্লি : চলছে শ্রাবণ ( Sawan ) মাস। সারা দেশে চলছে শিবপুজো ( Shiv Puja ) । আর এই সময়ই অভিযোগ, নিজেকে শিবের অবতার বলে দাবি করে এক ব্যক্তি পিটিয়ে মারল এক বৃদ্ধাকে।  রবিবার এই ভয়াবহ ঘটনার ভিডিও সামনে আসে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর ( Udaypur ) জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিল।  তিনিও বৃদ্ধ ! এক শিব মন্দিরের সামনেই অশীতিপর এক বৃদ্ধাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। 


' মার ও একের পর এক পদাঘাত '


শনিবার সায়রা থানা এলাকার অন্তর্গত তরপাল গ্রামে ঘটে এই ভয়াবহ ঘটনা। এরপর রবিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, অভিযুক্ত প্রতাপ সিং (৭০) এক মহিলাকে ছাতা দিয়ে মারধর করছিলেন। ঘটনাটি ঘটে মহাদেব মন্দিরের সামনে। প্রথমে ছাতা দিয়ে বেধড়ক মার তারপর সজোরে একের পর এক পদাঘাত !  সেই সময়ই ওই ব্যক্তি নিজেকে ভগবান শিবের অবতার বলেও দাবি করেন।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রতাপ সিং, নাথু সিং এবং সেখানে উপস্থিত থাকা এবং ঘটনার চিত্রগ্রহণকারী দুই কিশোর সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 


ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে বৃদ্ধ মহিলাকে বারবার আর্তি জানাতে দেখা যায়। তবে কেন ওই ব্যক্তি বৃদ্ধাকে মারধর করা শুরু করলেন, সেই কারণ স্পষ্ট নয়। সে-সময় ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি অভিযুক্তকে এমনটা করতে বারবার মানা করেন। জানা গিয়েছে, যাঁরা ওই ভিডিওটি করেছেন, তাঁরাও অভিযুক্তকে থামানোর চেষ্টা করে কিন্তু কোনও  লাভ হয়নি।


কেন এমনটা ঘটালেন ওই ব্যক্তি ?


পুলিশি জিজ্ঞাসাবাদে অদ্ভুত দাবি করে ওই ব্যক্তি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, অভিযুক্ত পুলিশকে জানায়, সে সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। নেশার বশবর্তী হয়েই সে নিজেকে শিবের অবতার বলে দাবি করে। তারপর মহিলাকে পিটিয়ে হত্যা করে। শুধু তাই নয়, ওই ব্যক্তি মহিলার প্রাণ ফিরিয়ে দেওয়ারও দাবি করেন।   জানিয়েছেন, উদয়পুরের এসপি ভুবন ভূষণ যাদব ।  


আরও পড়ুন :  ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন