নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কমপক্ষে ৭২ জন মারা গিয়েছেন ফিলিপিন্সে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর উঠে আসছে সেখান থেকে। আর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যাতে দেখা গিয়েছে একটি সৌন্দর্য প্রতিযোগিতা চলছিল সেখানে। প্রতিযোগীরা ব়্য়াম্পে হাঁটছিলেন সকলে। আর সেই সময়ই ভূমিকম্পে কেঁপে ওঠে চারিদিক। আতঙ্কে ব়্যাম্প থেকে লাফ দেন অনেকে। সাজগোজ, মুকুট ফেলে যে দিকে পারেন দৌড় দেন। (Miss Asia-Pacific International 2025)
গত মঙ্গলবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। যে সময় বিপর্যয় ঘটে, ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। সেই সময় সেখানে Miss Asia-Pacific International 2025 সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। নামী হোটেলে দীর্ঘ ব়্যাম্প গড়ে তোলা হয়েছিল। ৪৩ জন প্রতিযোগী সেই ব়্যাম্পের উপর হাঁটছিলেন। আর তখনই দুলে ওঠে চারিদিক। (Philippines Earthquake Viral Video)
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায়, মাথার উপর ঝাড়বাতিটি বিপজ্জনক ভাবে দুলতে শুরু করে। কেঁপে ওঠে চারিদিক। আর তাতেই পড়িমড়ি করে ছুটতে শুরু করেন সুন্দরীরা। ব়্যাম্প থেকে সটান লাফ দেন কেউ। কেউ দৌড় দেন উল্টো দিকে। দর্শক ও অতিথিরা আশ্রয় নেন টেবিলের নীচে।
গতবার যিনি Miss Asia Pacific International খেতাব জিতেছিলেন, আমেরিকার বাসিন্দা সেই জেনেলিস লিবাও ব়্যাম্পে ছিলেন। মাথার মুকুট খুলে ফেলে ব়্যাম্প থেকে লাফ দেন তিনি। উঁচু হিল জুতো পরেই লাফ দেন কেউ, কেউ আবার জুতো খুলে ফেলেন। গাউন, স্কার্ট সামলে দৌড় দেন।
পরিস্থিতি বিবেচনা করে ওই সৌন্দর্য প্রতিযোগিতা স্থগিত রাখা হয়। ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। পরে আয়োজকরা বিবৃতি দিয়ে জানান, বিপর্যয়ে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমব্যথী তাঁরা। তাঁদের প্রতিযোগী এবং কর্মীরা যে নিরাপদে রয়েছেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
মঙ্গলবার ফিলিপিন্সের সীবুই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। বহু মানুষ প্রাণ হারিয়েছেন যেমন, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। ২ অক্টোবর উদ্ধারকার্য শেষ হয়। আপাতত ত্রাণের উপর জোর দেওযা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে পড়ে ফিলিপিন্স, অর্থাৎ সেটি ভূমিকম্প প্রবণ দেশ। বছরে ৮০০ বারের বেশি ভূমিকম্প হয় সেখানে।