নয়াদিল্লি: বিনা টিকিটে ফার্স্ট ক্লাস এসি-তে যাত্রা। টিকিট চেকার ধরতেই জাতপাত তুলে আক্রমণ। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিনা টিকিটে ট্রেনে উঠে এমন আচরণে স্তম্ভিত অনেকেই। জাতপাত তুলে টিকিট চেকারকে আক্রমণ করার জন্য মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। (Indian Railways)

Continues below advertisement

সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিনা টিকিটে যাত্রা করায় এক মহিলার রাস্তা আটকান টিকিট চেকার। তাঁর সঙ্গে আরও এক তরুণী ছিলেন, যিনি ওই মহিলার মেয়ে বলে জানা যাচ্ছে। তাঁদের টিকিট দেখতে চাওয়া হলে, পাল্টা তেড়ে আসেন ওই দুই মহিলা। অযুক্তি-কুযুক্তি দিতে শুরু করেন। (Viral Video)

টিকিট চেকারদের মধ্যে একজন গোটা ঘটনা মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। টিকিট চেকারকে বলতে শোনা যায়, “টিকিট দেখান। বিনা টিকিটে ফার্স্ট ক্লাসে উঠলেন কী করে? এটা কী ভাবে করতে পারলেন?” জবাবে মধ্যবয়সি ওই মহিলা বলেন, “আপনি আপনার কাজ করছেন জানি। কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন না।” মহিলার তরুণী কন্যাও টিকিট চেকারকে ব্যঙ্গ করতে শুরু করেন। মায়ের কাঁধে মাথা রেখে বলেন, “কেমন ছবি চান? সেলফি নেবেন?”

Continues below advertisement

ওই মধ্যবয়সি বলে যান, “আপনাকে সম্মান করি। আমার গোটা পরিবার রেলে চাকরি করে। আমার ভাই লোকো পাইলট। টয়লেট ব্যবহার করছিলাম। জেনারেল কামরায় ফিরে যাচ্ছিলাম আমরা। সেই সময়ই চলে এলেন আপনারা।” এতে টিকিট চেকার বলেন, “জেনারেল কামরার জন্যও তো টিকিট চাই? টিকিট কোথায়?” এতে ওই মহিলা আরও রেগে যান। নাম জানতে চান টিকিট চেকারের। টিকিট চেকার বলেন, “সুরেশ কুমার বর্মা নাম আমার।” এতে ওই মহিলা বলেন, “বর্মা? তাই নিজের চরিত্র বুঝিয়ে দিচ্ছো। ব্রাহ্মণ, ঠাকুর হলে এমন করতে পারতে না।”

এতে ওই টিকিট চেকার বলেন, “বিনা টিকিটে যাত্রা করছেন, আর জাতপাত তুলে আক্রমণ করছেন?” এতে ওই মহিলা বলেন, “একদম চেঁচাবেন না। আমার উপর চেঁচাতে পারেন না।” ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ভারতীয় রেলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। নেটিজেনরা ওই দুই মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলছেন।