সুশান্ত সে সময় বালাজির পবিত্র রিস্তা টিভি সিরিয়ালে কাজ করছিলেন। বালাজির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। সুশান্তকে হেট স্টোরি-তে সই করান কিন্তু ছাড়েনি একতার বালাজি টেলিফিল্মস, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2020 12:13 PM (IST)
সুশান্ত সে সময় বালাজির পবিত্র রিস্তা টিভি সিরিয়ালে কাজ করছিলেন। বালাজির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি।
মুম্বই: তাঁর হেট স্টোরি ছবি দিয়েই সুশান্ত সিংহ রাজপুতের বলিউডে অভিষেকের কথা ছিল। কিন্তু একতা কপূরের বালাজি টেলিফিল্মস সুশান্তকে ছাড়েনি। অভিযোগ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইটারে এক নেটিজেন বিবেককে প্রশ্ন করেন, সুশান্তকে তিনি ছবির অফার করেননি কেন। জবাবে বিবেক বলেন, হেট স্টোরি-র জন্য ওকে সই করিয়েছিলাম। ওটাই ওর প্রথম ছবি হত। কিন্তু বালাজি ওকে ছাড়ল না।